Virat Kohli, Surya Kumar Yadav: কোহলি বিরাট ইনিংস খেলেও বলছেন সূর্যকে দেখলে থ হয়ে যান!

বিরাটকে এদিন ফের ভিন্টেজ বিরাট মোডেই পাওয়া গেল। ৪৮ বলে ৬৩ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। ৮৯ মিনিট ক্রিজে থেকে তিনটি চার ও চারটি ছয় হাঁকান। বুঝিয়ে দেন যে, তিনি ফিরেছেন সেই চেনা মেজাজেই। এত ভাল ইনিংস খেলেও বিরাটের মুখে কিন্তু সূর্যকুমারের ভূয়সী প্রশংসা।

Updated By: Sep 25, 2022, 11:26 PM IST
 Virat Kohli, Surya Kumar Yadav: কোহলি বিরাট ইনিংস খেলেও বলছেন সূর্যকে দেখলে থ হয়ে যান!
কোহলির মুখে সূর্যের প্রশংসা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad) ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia, 3rd T20I) তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। উপলে সিরিজের ফয়সলা ম্যাচে রোহিত শর্মা অ্যান্ড কোং অস্ট্রেলিয়ার ১৮৬ রান তাড়া করে ১ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ ও সিরিজ জিতে নেয়। ব্যাট হাতে এদিন ঝলসেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। রান তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে ১০৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। বিরাটকে এদিন ফের ভিন্টেজ বিরাট মোডেই পাওয়া গেল। ৪৮ বলে ৬৩ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। ৮৯ মিনিট ক্রিজে থেকে তিনটি চার ও চারটি ছয় হাঁকান। বুঝিয়ে দেন যে, তিনি ফিরেছেন সেই চেনা মেজাজেই। এত ভাল ইনিংস খেলেও বিরাটের মুখে কিন্তু সূর্যকুমারের ভূয়সী প্রশংসা।

আরও পড়ুন: IND vs AUS : বিরাট-সূর্যের ব্যাটিং উত্তাপে উড়ে গেল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে 'ভারত উদয়'

ম্যাচের পর বিরাট বলেন, 'আমি তিনে ব্যাট করি দলে অভিজ্ঞতা যোগ করার জন্য। আমি জাম্পার বিরুদ্ধে ভাল খেলেই শুরুটা করতে পেরেছিলাম এদিন। ও মাঝের দিকে গুরুত্বপূর্ণ বোলার। আমি ডাগ-আউটে বসে সূর্যর মার দেখছিলাম। রোহিত ও রাহুল ভাই আমাকে বলল, আমি ব্যাটিং করতে পারি নিজের মতো করে, কারণ সূর্য দারুণ স্ট্রাইক করছে। সূর্য যে কোনও পরিস্থিতিতে ব্যাট করতে পারে। এশিয়া কাপেও দারুণ ব্যাট করেছে। বিগত ছয় মাস বা তার বেশি সময়ের মধ্যে আমার দেখা সূর্যর শ্রেষ্ঠ ব্যাটিং। ওর টাইমিং ঈশ্বর প্রদত্ত। আমি থ হয়ে ওর শট নেওয়া দেখি। ও আমার স্কোরিং রেট নিয়ন্ত্রণ করছিল। আমি লেগসাইডের বাইরে দাঁড়িয়ে অফসাইডের এলাকা ব্যবহারে চেষ্টা করছিলাম। ২০ ওভারের প্রথম বলে ছয় মারার পর আমি সিঙ্গল নিয়েছিলাম। কিছুটা হতাশ হয়েছিলাম যার জন্য। শেষের দিকে ৪-৫ ওভার প্রয়োজনীয় রান রেট রাখতে পারিনি। ফলে দ্রুত চার বার করে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আমি ব্রেক নিয়েছিলাম। নেটে ফিরি। ফিটনেসের ওপর কঠোর পরিশ্রম করি। দলের জন্য অবদান রাখতে পেরে খুশি। এভাবেই আমি সেরাটা দিতে থাকব টিমের জন্য।' অস্ট্রেলিয়ার এখন অতীত। এবার ভারত তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। টেম্বা বাভুমারা ভারতে চলে এসেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.