রবি শাস্ত্রীর সবচেয়ে প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ভোল পাল্টালেন!
রবি শাস্ত্রী জমানা অতীত। নয়া কোচ অনিল কুম্বলেকে পেয়ে ভারতীয় ক্রিকেটারদের মাত্র একসপ্তাহ লাগল ফিয়ারলেস ক্রিকেটের প্রবক্তা কোচকে ভুলতে। মুরলি বিজয়,শিখর ধাওয়ানরা আগেই কুম্বলের প্রশংসায় মেতেছিলেন। এবার রবি শাস্ত্রীর সবচেয়ে প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ভোল পাল্টে অনিল কুম্বলের প্রশংসায় মাতলেন। দাবি করলেন পরিস্থিতি অনুযায়ী মানসিক প্রস্তুতির ট্রেনিং এর আগে আর কেউ তাঁদের করাননি।এদিন অনুশীলনে আঙুলে চোট পেয়ে ভারতীয় দলের দুশ্চিন্তা বাড়ান রবিচন্দ্রন অশ্বিন। যদিও কোচ অনিল কুম্বলে জানিয়েছেন অশ্বিনের চোট মারাত্মক নয়। তার ওয়েস্ট ইন্ডিজে যাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
ওয়েব ডেস্ক: রবি শাস্ত্রী জমানা অতীত। নয়া কোচ অনিল কুম্বলেকে পেয়ে ভারতীয় ক্রিকেটারদের মাত্র একসপ্তাহ লাগল ফিয়ারলেস ক্রিকেটের প্রবক্তা কোচকে ভুলতে। মুরলি বিজয়,শিখর ধাওয়ানরা আগেই কুম্বলের প্রশংসায় মেতেছিলেন। এবার রবি শাস্ত্রীর সবচেয়ে প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ভোল পাল্টে অনিল কুম্বলের প্রশংসায় মাতলেন। দাবি করলেন পরিস্থিতি অনুযায়ী মানসিক প্রস্তুতির ট্রেনিং এর আগে আর কেউ তাঁদের করাননি।এদিন অনুশীলনে আঙুলে চোট পেয়ে ভারতীয় দলের দুশ্চিন্তা বাড়ান রবিচন্দ্রন অশ্বিন। যদিও কোচ অনিল কুম্বলে জানিয়েছেন অশ্বিনের চোট মারাত্মক নয়। তার ওয়েস্ট ইন্ডিজে যাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
আরও পড়ুন বেঙ্গালুরুতে এক দুর্দান্ত মিটিং হল ভারতীয় ক্রিকেটের মাথাদের
অন্যদিকে রবি শাস্ত্রীর পর এবার অনিল কুম্বলে। বিরাট কোহলির আক্রমণাত্মক মনোভাবকে সমর্থনই জানাচ্ছেন ভারতের নয়া কোচ । তাঁর পরিস্কার বক্তব্য কারও সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট করার পক্ষপাতী নন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার-শূণ্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতলে ভারত আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে উঠে আসবে। যদিও ভারত অধিনায়ক বিরাট কোহলি এই RANKING-এর বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তার সাফ কথা ভাল ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ভারতীয় দল।
আরও পড়ুন এলবিডব্লু আউটের ক্ষেত্রে ডিআরএস নিয়মে পরিবর্তন আনল আইসিসি