এবার উইজডেনের প্রচ্ছদে জায়গা পেলেন বিরাট কোহলি

বিরাট কোহলির মুকুটে উঠল আরও একটা পালক। আর এই পালকটার গর্বই আলাদা। যেকোনও ভারতীয় এতে গর্বিত হবেন। কারণ, ক্রিকেটের বাইবেল বলা হয় যাকে, সেই উইজডেনের কভারে মানে প্রচ্ছদে ছবি ছাপা হল বিরাট কোহলির। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই সম্মাণ অর্জন করলেন ভারতের ক্রিকেট অধিনায়ক। ২০১৬ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই এমন সিদ্ধান্ত উইজডেন কর্তৃপক্ষের। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে মোট ২৫৯৫ রান করেছেন কোহলি। তারই স্বীকৃতি দিল উইজডেন।

Updated By: Feb 4, 2017, 12:56 PM IST
এবার উইজডেনের প্রচ্ছদে জায়গা পেলেন বিরাট কোহলি

ওয়েব ডেস্ক: বিরাট কোহলির মুকুটে উঠল আরও একটা পালক। আর এই পালকটার গর্বই আলাদা। যেকোনও ভারতীয় এতে গর্বিত হবেন। কারণ, ক্রিকেটের বাইবেল বলা হয় যাকে, সেই উইজডেনের কভারে মানে প্রচ্ছদে ছবি ছাপা হল বিরাট কোহলির। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই সম্মাণ অর্জন করলেন ভারতের ক্রিকেট অধিনায়ক। ২০১৬ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই এমন সিদ্ধান্ত উইজডেন কর্তৃপক্ষের। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে মোট ২৫৯৫ রান করেছেন কোহলি। তারই স্বীকৃতি দিল উইজডেন।

আরও পড়ুন আজ ডেভিস কাপে লিয়েন্ডার পেজের নজির গড়ার ম্যাচ

উইজডেনের সম্পাদক লরেন্স বুথ ক্রিক ইনফোকে দেওয়া সাক্ষাত্‍কারে বলেছেন, 'সবাই ভাবে উইজডেন ক্ল্যাসিকাল। কিন্তু ক্রিকেট দ্রুত বদলাচ্ছে। আর বিরাট হল সেই বদলাতে থাকা ক্রিকেটার। তাই প্রচ্ছদে তাঁর ছবি রাখা হল।' এ বছরের উইজডেন প্রকাশিত হবে আগামী ৬ এপ্রিল।

আরও পড়ুন  মুশফিকুর গোলাগুলি ছুঁড়ছেন আর মিরাজ বন্দনা করছেন অশ্বিনের

.