Wasim Akram: এই কারণে ক্ষোভে ফুঁসছেন আক্রম! একহাত নিলেন পিসিবি প্রধানকে

ওয়াসিম আক্রম (Wasim Akram) এবার পাকিস্তান-অস্ট্রেলিয়া ( (PAK vs AUS)  টেস্ট ম্যাচের মরা পিচ নিয়ে মুখ খুললেন। 

Updated By: Mar 14, 2022, 02:21 PM IST
Wasim Akram: এই কারণে ক্ষোভে ফুঁসছেন আক্রম! একহাত নিলেন পিসিবি প্রধানকে
রাগে ফুঁসছেন ওয়াসিম আক্রম

নিজস্ব প্রতিবেদন: রাওয়ালপিণ্ডি টেস্ট শেষ হয়ে করাচি টেস্টে বল গড়িয়েছে। চলতি পাকিস্তান-অস্ট্রেলিয়া (PAK vs AUS) টেস্ট সিরিজের পিচ নিয়ে সমালোচনা সর্বত্র চলছে। অত্যন্ত মরা পিচ বানানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) ধুয়ে দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা।

ইনজামাম-উল-হক (Inzamam-ul-Haq) থেকে শুরু করে শাহিদ আফ্রিদ (Shahid Afridi) ও মহম্মদ হাফিজের (Mohammad Hafeez) মতো মহারথীরা বিষোদগার করেছেন। এবার সেই তালিকায় ওয়াসিম আক্রম (Wasim Akram)। পাক কিংবদন্তি পেসার এবার একহাত নিলেন পিসিবি প্রধান রামিজ রাজাকে (Ramiz Raja)।

এক অনুষ্ঠানে এসে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন আক্রম। তিনি বলেন, "আমাদের সময়ে ম্যাচে পিচ কেমন হবে, তার অনেকটা নির্ভর করত ক্যাপ্টেনের ইচ্ছার ওপর। রাওয়ালপিণ্ডি ও করাচি টেস্ট দেখার আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একজন প্রাক্তন ফাস্টবোলার হিসাবে আমি দ্বিতীয় ডেলিভারি করার পরেই বুঝে যেতাম এই টেস্ট ড্র হবে। আমাদের সময়ে যখন ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে খেলতে আসত, ইমরান খান আমাদের অধিনায়ক ছিলেন, উনি মন্থর গতির পিচ বানাতে বলতেন।"

পিচ তৈরি করার প্রক্রিয়া নিয়েও কথা বলেন আক্রম। তাঁর সংযোজন, "স্লো ট্র্যাক বানানোরও একটা প্রক্রিয়া থাকে। সেটা কার হয় টেকনিক্যাল দিকটা মাথায় রেখে। পিচের কেন্দ্রে রোল কম করা হয়। ফ্রন্ট ফুটে খেলার জায়গা কিছুটা শুষ্ক রাখা হয়। তাহলে প্রথম দিন থেকেই বল ঘোরে। যদি মন্থর গতির পিচ বানাতেই হয়, তাহলে ন্যূনতম সেটিকে টার্নার পিচ বানাতে হয়, তাহলে ম্য়াচে ফলাফল হয়। আমি জানি না কে পিচ বানিয়েছে, আশা করি তারা এখান থেকে শিখবে। সত্য়ি বলতে অত্যন্ত বোরিং এই পিচ।"

রামিজ রাজা যদিও কিছুদিন আগে এই মরা পিচের ব্যাখ্য়া দিয়েছেন। তিনি জানিয়ে ছিলেন যে, তিনি গত সেপ্টেম্বরে পিসিবি প্রধানের দায়িত্ব নিয়েছিলেন। তখন ক্রিকেটীয় মরশুম চলছিল। রামিজ জানিয়েছেন, মরশুম শেষ হলে অস্ট্রেলিয়া থেকে মাটি আনিয়ে ৫০-৬০টি পিচ আবার নতুন করে বানাবেন।
 

আরও পড়ুন: শেষ আন্তর্জাতিক ম্যাচে Suranga Lakmal! হৃদয় ছুঁলেন Rahul Dravid-Virat Kohli

আরও পড়ুন: Virat Kohli: মাঠে ঢুকে 'ঘরের ছেলে'র সঙ্গে সেলফি অনুরাগীদের-Watch

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.