নির্বাসনের মুখে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার

চতুর্থ রেফারিকে ধাক্কা দিয়ে নির্বাসনের মুখে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

Updated By: Jan 23, 2017, 11:25 PM IST
নির্বাসনের মুখে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার

ব্যুরো: চতুর্থ রেফারিকে ধাক্কা দিয়ে নির্বাসনের মুখে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

রবিবার ইপিএলে বার্নলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মেজাজ হারান ফরাসি কোচ। খেলার ইনজুরি টাইমে বার্নলেকে পেনাল্টি দেন রেফারি জন মোস। যা থেকে ম্যাচে সমতা ফিরিয়ে আনে তারা। তবে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন ওয়েঙ্গার। রেফারি ওয়েঙ্গারকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে বেরিয়ে না গিয়ে টানেলের সামনে দাঁড়িয়ে পড়েন ওয়েঙ্গার। চতুর্থ রেফারি তাকে বারবার ড্রেসিংরুমে ফিরে যাওয়ার অনুরোধ করলেও সরেননি ফরাসি কোচ। ওয়েঙ্গারের বিরুদ্ধে চতুর্থ রেফারিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। যার ফলে ওয়েঙ্গার  ফুটবল অ্যাসোসিয়েশনের শাস্তির মুখে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন ওয়েঙ্গার। তবে তাতেও তিনি শাস্তি আটকাতে পারবেন না বলে মনে করা হচ্ছে।

.