টি-টোয়েন্টিতে ১০ উইকেট তুলে নজির আকাশের!
নিজস্ব প্রতিবেদন: ৪ ওভারে কোনও রান না দিয়ে ১০ উইকেট। হ্যাঁ, এমন বিরল রেকর্ডই নিজের ঝুলিতে তুলে রাখলেন ১৫ বছরের এক ভারতীয় ক্রিকেটার। নাম আকাশ চৌধুরি। রাজস্থানের জয়পুরে আয়োজিত স্বর্গীয় ভওয়ার সিং টুর্নামেন্টে এমন ঈর্ষণীয় রেকর্ড গড়েই লাইম লাইটে এসেছেন এই তরুণ তুর্কি। দিশা ক্রিকেট অ্যাকাডেমি বনাম পার্ল অ্যাকাডেমি'র ম্যাচেই ঘটেছে এমন অভূতপূর্ব কাণ্ড।
আরও পড়ুন- পারফরম্যান্স ভাল নয়, স্কলারশিপ ফেরালেন ক্রিকেটার
বাঁহাতি পেস বোলার দিশা ক্রিকেট অ্যাকাডেমির হয়ে বল করতে নেমে কার্যত গুঁড়িয়ে দিয়েছে পার্ল অ্যাকাডেমিকে। ৪ ওভার, ৪টিই মেডেন। ১১ জনের দলের ১০টি উইকেটে গিয়েছে আকাশের ঝুলিতে, যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিকও।
আরও পড়ুন- রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসে ভয় বিরাটের!
টসে জিতে দিশা ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করতে পাঠায় পার্ল অ্যাকাডেমি। নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রানেই থামে আকাশের দল। জবাবে ব্যাট করতে নেমে বাঁহাতি আকাশের দুর্দান্ত স্পেলের সামনে ৩৬ রানেই গুটিয়ে যায় পার্ল আক্যাডেমি। প্রত্যাশিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় আকাশকেই।
A 15-year-old Akash Choudhary, a left-arm medium pacer from Rajasthan, claimed all 10 wickets for no runs in a local T20 game played at Jaipur in the Late Bhawer Singh T20 tournament while playing for Disha Cricket Academy.
— Mohandas Menon (@mohanstatsman) November 8, 2017