WPL Auction 2023 | Richa Ghosh: মুম্বইতে জমে গিয়েছে নিলামযুদ্ধ! চমকে দিলেন বাংলার রিচা
Women's IPL Auction 2023: মেয়েদের আইপিএলের নিলাম অনুষ্ঠান জমে উঠেছে। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ভাগ্যপরীক্ষায় বসছেন ৪০৯ জন ক্রিকেটার। ইতিমধ্যেই বাংলার রিচা ঘোষ ও দীপ্তি শর্মারা চমকে দিয়েছেন
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জমে গিয়েছে উইমেন'স প্রিমিয়র লিগের নিলাম (Women's IPL Auction 2023)। ১৫২৫ জন ক্রিকেটারের নাম প্রথমে নথিভুক্ত করা হয়েছিল। সেখান থেকে ৪০৯ জন ক্রিকেটারকে (২৪৬ জন ভারতীয়, ১৬৩ জন বিদেশি, যাদের মধ্যে ৮ জন অ্যাসোসিয়েট দেশের) বেছে উঠেছেন নিলামে। ৪০৯ জনের মধ্যে মোট ২০২ জন ক্যাপড ও ১৯৯ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। পাঁচ দলের নিলামযুদ্ধে সর্বোচ্চ ৯০টি স্লট ফাঁকা রয়েছে। ৩০টি স্লট থাকছে বিদেশি ক্রিকেটারদের জন্য়। নিলামের প্রথমার্ধে নজর কাড়লেন রিচা ঘোষ (Richa Ghosh), ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)।
রিচা ঘোষ
দেশের উইকেটকিপার-ব্যাটার ও বঙ্গতনয়া রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লির সঙ্গে রীতিমতো বেঙ্গালুরুর নিলাম টেবলে যুদ্ধ বেঁধেছিল রিচাকে নিয়ে। শেষপর্যন্ত বাজিমাত করেন রিচা। ১৯ বছরের শিলিগুড়ির মেয়ে ২০২০ সালে দেশের জার্সিতে টি-২০ অভিষেক করেছিলেন। দ্বিতীয় কম বয়সী ক্রিকেটার হিসেবে দেশের হয়ে কুড়ি ওভারের ফরম্যাটে খেলেন তিনি। এখনও পর্যন্ত রিচা ৩১টি টি-২০ ম্যাচ খেলেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৩৫.৫০। গত মাসে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিচা। মিডল অর্ডারে দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি রিচার উইকেটকিপিং দক্ষতাও চোখ ধাঁধানো।
দীপ্তি শর্মা
ইউপি ওয়ারিয়র্স নিয়েছে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মাকে। ৫০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা দীপ্তিকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের ফ্র্যাঞ্চাইজি বাজিমাত করে। গতবছর বাংলাদেশে এশিয়া কাপ জেতানোয় নিজের ছাপ রেখেছিলেন দীপ্তি। এই মুহূর্তে দীপ্তি ভারতের সিনিয়র দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। হরমনপ্রীত কউরদের সঙ্গে খেলছেন কুড়ি ওভারের বিশ্বকাপ।
এবার নিলামে ৫০ লক্ষ টাকার সর্বোচ্চ বেসপ্রাইজ ধার্য করা হয়েছে। সেই সর্বোচ্চ ব্র্যাকেটে রয়েছেন ২৪ জন ক্রিকেটার। হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা ও ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন শেফালি বর্মার মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন সেই তালিকায়। বিদেশের ১৩ জন ক্রিকেটার রয়েছেন ৫০ লক্ষ টাকার বেসপ্রাইজে। এলিস পেরি, সোফি একলেস্টোন, সোফি ডিভাইন ও দিন্দ্রা ডটিনের মতো নক্ষত্ররা আছেন সেখানে। ৩০ জন ক্রিকেটারের বেসপ্রাইজ ৪০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।
এবার ৯৫১ কোটি টাকায় বিক্রি হয়েছে মেয়েদের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব! ভায়াকম এইটটিন ২০২৩-২০২৭ পর্যন্ত মেয়েদের আইপিএল সম্প্রচারের জন্য দায়বদ্ধ। প্রতিটি আইপিএল ম্য়াচের মূল্য ৭.০৯ কোটি টাকা। বিসিসিআই গত ৩ জানুয়ারি মেয়েদের আইপিএলে দল নেওয়ার জন্য় টেন্ডার ডেকেছিল। বহু প্রতিক্ষীত এই টুর্নামেন্ট অবশেষে হচ্ছে।