আগামী বছর মার্চ মাসেই খুলছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম!

নতুন স্টেডিয়ামের উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Dec 2, 2019, 03:34 PM IST
আগামী বছর মার্চ মাসেই খুলছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম!

নিজস্ব প্রতিবেদন: মোতেরা স্টেডিয়াম সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু  ঠিকঠাক চললে আগামী বছরের মার্চেই খুলে যেতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে একসঙ্গে মাঠে বসে খেলা দেখতে পারবেন প্রায় এক লক্ষ দশ হাজার মানুষ। যা মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের দর্শকাসনের থেকেও বেশি।

আরও পড়ুন - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

২০২০ সালের মার্চে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ দিয়ে শুভ সূচনা হতে পারে সংস্কার হওয়া স্টেডিয়ামের। ইতিমধ্যেই আইসিসি-র অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন- ব্যালন ডি'ওর পাচ্ছেন মেসিই? নেটদুনিয়ায় ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে

নতুন স্টেডিয়ামের উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ভাবনাকে সামনে রেখেই বর্তমান বোর্ড সচিব জয় শাহের উদ্যোগে ২০১৭ সালে শুরু হয় সংস্কারের কাজ। খরচ হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা।

 

.