ফেভারিটের তকমা নিয়েই আজ বিশ্বকাপে নামছে বেলজিয়াম
ফুটবল বিশেষজ্ঞরা বেলজিয়ামকেই এগিয়ে রাখছেন সোমবারের ম্যাচে।
নিজস্ব প্রতিবেদন : রাশিয়ায় বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বেলজিয়াম। সোমবার পানামার বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করছে রেড ডেভিলসরা। ফিফা র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে বেলজিয়াম অন্যদিকে ৫৫ নম্বরে থাকা পানামা এবার প্রথম বিশ্বকাপের মূলপর্বে। ফুটবল বিশেষজ্ঞরা তাই বেলজিয়ামকেই এগিয়ে রাখছেন সোমবারের ম্যাচে।
আরও পড়ুন- বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেল ব্রাজিল
পানামার বিরুদ্ধে মাঠে নামার আগে রক্ষণ নিয়ে একটু হলেও চিন্তা থাকছে বেলজিয়াম শিবিরে। পানামা ম্যাচে খেলতে পারবেন না টোমাস ভারমালেন এবং ভিনসেন্ট কোম্পানি। এটা যেমন চিন্তা কারন কোচ রবের্তো মার্টিনেজের, তেমনই এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইন ভরসা জোগাচ্ছে তাঁকে। শেষ দু'বছরে টানা ১৯ ম্যাচে অপরাজিত বেলজিয়ামের 'গোল্ডেন জেনারেশন'-এর কাছে নিতান্তই দুধের শিশু পানামা। এমনটাই অন্তত মনে করছেন ফুটবল পন্ডিতরা।
Focus & happiness #REDTOGETHER #WorldCup
#BELPAN pic.twitter.com/GA6towcrFV— Belgian Red Devils (@BelRedDevils) June 16, 2018