রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন সালহা !

২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে উঠেছে মিশর।

Updated By: Jun 18, 2018, 09:06 AM IST
রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন সালহা !

নিজস্ব প্রতিবেদন :  শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে মিশরীয় তারকা মোহামেদ সালাহকে? মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) নিশ্চিত করেছে, মঙ্গলবার আয়োজক রাশিয়ার বিরুদ্ধে দলের সেরা ফুটবলারটি মাঠে নামবেন। চোট সারিয়ে ফিরে পুরোপুরি ফিট না থাকায় উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে সালহাকে খেলান নি কোচ হেক্টর কুপার।  

আরও পড়ুন- বর্ণবিদ্বেষ বিতর্কে মুখ খুললেন মারাদোনা

২৬ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট পেয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মোহামেদ সালহা। পুরো ফিট না থাকলেও সালহাকে বিশ্বকাপের দলে রাখে মিশর। উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে অল্প সময়ের জন্য সালাহকে খেলানোর পরিকল্পনা ছিল মিশর কোচের। কিন্তু কোনও ঝুঁকি নিতে চাননি হেক্টর কুপার।তিনি বলেন, "কিছুক্ষণ বা একটা হাফ খেলার মতো ফিট ছিল সালহা।কিন্তু আমরা কোনও ঝুঁকি নিতে চাই না।"

আরও পড়ুন- এক চিত্র পরিচালক ও দন্ত চিকিত্সকের কাছে আটকে গেল মেসি ও আর্জেন্টিনা

২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে উঠেছে মিশর। আর মহম্মদ সালহাকে ঘিরেই মিশরীয়দের বিশ্বকাপ স্বপ্ন আবর্তিত হচ্ছে। প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারের পর আয়োজক রাশিয়ার বিরুদ্ধে মঙ্গলবার মাঠে নামবে মিশর। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হবে মিশরীয়দের।   

.