WT20: ৫০-র পর T-২০ ফাইনালে হার উইলিয়ামসনের, মার্শ-ওয়ার্নার ঝড়ে চ্যাম্পিয়ন Australia

প্রথমবার ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বিশ্বজয়ী অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

Updated By: Nov 15, 2021, 12:08 AM IST
WT20: ৫০-র পর T-২০ ফাইনালে হার উইলিয়ামসনের, মার্শ-ওয়ার্নার ঝড়ে চ্যাম্পিয়ন Australia

নিজস্ব প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপ অধরা ছিল। সেটাও ঝুলিতে পুরল অস্ট্রেলিয়া। ৫০ ওভারের ক্রিকেটের পর টি-২০-র ফাইনালেও জয় হাতছাড়া হল উইলিয়ামসন বাহিনীর। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বিশ্বজয়ী অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

চলতি টি-২০ বিশ্বকাপে টস 'ফ্যাক্টর' হয়ে দাঁড়িয়েছে। টসে জিতে বোলিং নেন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৮ বলে ১১ রান করে আউট হন কিউয়ি ওপেনার ডারিল মিচেল। এরপর ইনিংসকে এগিয়ে যান মার্টিন গাপ্টিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩৫ বলে ২৮ রান করে আউট হন গাপ্টিল। ফাইনালে নিজের জাত চেনালেন উইলিয়ামসন। একেবারে ধ্রুপদী শটে ৪৮ বলে করে ৮৫ রান। জেমস নিশা করেন ৭ বলে তোলেন ১৩। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ১৭২ রানে। 

সেমিফাইনালে ১৭৭ রানের লক্ষ্য তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে এ দিন শুরু করেন ওয়ার্নার। অ্যারন ফিঞ্চ শুরুতেই আউট হন। ওয়ার্নারের সঙ্গত দেন মিশেল মার্শ। ৩৮ বলে ৫৩ রানে আউট হন অস্ট্রেলীয় ওপেনার। তখন দলের রান ১২.২ ওভারে ১০৭। এরপর গ্লেন ম্যাক্সওয়েল করেন ১৮ বলে ২৮ রান। ৭ বল আগেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। 

আরও পড়ুন- Babar Azam: খুদের চিঠি পেয়ে তাকে 'ভাবী ক্যাপ্টেন' সম্বোধন! হৃদয়ে রাজ করলেন বাবর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.