Sachin Tendulkar, WTC2023: অশ্বিনকে বাদ দেওয়া ইস্যুতে রোহিত-রাহুলকে ধুয়ে দিলেন ক্ষুব্ধ সচিন
মাত্র ৯২টি টেস্টে ৪৭৪টি উইকেট। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে অশ্বিনের রেকর্ড দারুণ। সেটা কীভাবে ভুলে গেল ভারতীয় দল? তবে অশ্বিনকে ছাঁটাই করার পর্ব কিন্তু নতুন নয়। এর আগে সেটা হল ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালের প্রথম একাদশে অশ্বিন জায়গা পাননি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) কতজন রাগতে দেখেছেন? প্রশ্নটা ছুঁড়ে দিলে অনেকেই সঠিক জবাব দিতে পারবেন না। তবে এবার কিন্তু মেজাজ হারালেন 'মাস্টার ব্লাস্টার'। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো ক্রিকেটারকে বাদ দিয়ে কী করে দল গড়া যায়, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন 'গড অফ ক্রিকেট'। তবে শুধু সচিন নন, ওভাল (Teh Oval) টেস্টের শুরু থেকেই একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এই প্রশ্ন তুলেছেন।
প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে ২০৯ রানে আত্মসমর্পণের পরে হতাশা লুকিয়ে রাখতে পারেননি সচিন। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে টুইটারে লিখেছেন, 'প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে হতো ভারতকে। কিন্তু সেটা পারেনি। তবে আমি বুঝলাম না অশ্বিনকে কেন দলে রাখা হল না। বিশ্বের এক নম্বর বোলারকে বাদ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামছে দল, এটা মেনে নেওয়া যায় না। পেস সহায়ক উইকেটে অশ্বিনের মতো স্পিনার ভালো খেলতে পারবেন না, এটা একেবারে অবিশ্বাস্য তথ্য।'
অশ্বিনের বদলি হিসেবে যাঁকে খেলানো হয়েছে সেই উমেশ যাদব, তিনি ওভালে চরম ব্যর্থ। প্রথম ইনিংসে একটি উইকেটও পান নি। ২৩ ওভারে অকাতরে ৭৭ রান বিলিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও তেমন দাপট দেখাতে পারেননি উমেশ। ৫৪ রানে ২ উইকেট নিলেও, দাপট দেখাতে ব্যর্থ হন। অশ্বিন মাঠে থাকলে বোলিং-এর পাশাপাশি ব্যাটিং-এ তাঁর কাছ থেকে কিছু মূল্যবান রানও পেতে পারত দল। ওভালের পিচ যে কেবল পেস সহায়ক নয়, বরং স্পিনাররা যে সেখানে সফল হতে পারেন, সে কথা ম্যাচ শুরুর আগেই জানিয়েছিলেন বহু বিশেষজ্ঞ। এমনকি চতুর্থ, পঞ্চম দিনে স্পিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও জানিয়েছিলেন অনেকে। সেসবে কর্ণপাত করেনি টিম ম্যানেজমেন্ট। ফলে সাজঘরেই জায়গা হয়েছে অশ্বিনের।
Congratulations to Team Australia on winning the #WTCFinal. @stevesmith49 and @travishead34 set a solid foundation on Day one itself to tilt the game in their favour. India had to bat big in the first innings to stay in the game, but they couldn’t. There were some good moments…
— Sachin Tendulkar (@sachin_rt) June 11, 2023
অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ যেভাবে টার্ন আদায় করে নিয়ে রবীন্দ্র জাদেজাকে আউট করলেন সেটা দেখে ধারাভাষ্যের মাইক হাতে সৌরভকে বলতে শোনা গিয়েছিল অশ্বিনকে বসিয়ে ভুল করেছিল ভারতীয় দল। একই কথা শোনা গিয়েছিল বাকিদের মুখেও।
মাত্র ৯২টি টেস্টে ৪৭৪টি উইকেট। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে অশ্বিনের রেকর্ড দারুণ। সেটা কীভাবে ভুলে গেল ভারতীয় দল? তবে অশ্বিনকে ছাঁটাই করার পর্ব কিন্তু নতুন নয়। এর আগে সেটা হল ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালের প্রথম একাদশে অশ্বিন জায়গা পাননি। ২ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ফাইনালে খেলেছিলেন হরভজন সিং। এরপর বিরাট কোহলির জমানায় বিদেশে একাধিক টেস্টে অশ্বিন সাজঘরে বসেছিলেন। এবারও তাঁকে রোহিত ও রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত মেনে নিতে হল। বিশ্বের এক নম্বর বোলারকে সাইডলাইনের বাইরে থেকেই মেগা ফাইনাল দেখতে হল। আর তাই ২০৯ রানে হেরে সেই সিদ্ধান্তের মাশুল দিলেন রোহিত-রাহুল জুটি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)