Lionel Messi VS Xavi: বন্ধুত্বে চিড়! ইন্টার মিয়ামিতে যেতেই মেসিকে খোঁচা দিলেন জাভি, কী বললেন?

পিএসজি-র সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই।  

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 9, 2023, 04:51 PM IST
Lionel Messi VS Xavi: বন্ধুত্বে চিড়! ইন্টার মিয়ামিতে যেতেই মেসিকে খোঁচা দিলেন জাভি, কী বললেন?
ইন্টার মিয়ামিতে যেতেই মেসিকে খোঁচা দিলেন জাভি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক বছর আগেও দু'জন ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। জাভির (Xavi Hernandez) পাস থেকে একাধিক গোল করে বার্সেলোনাকে (Barcelona FC) জয় এনে দিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে দুই তারকার বন্ধুত্বের সম্পর্ক আর আগের মতো নেই। বিশেষ করে 'এলএম টেন' (LM10) আবার ক্যাম্প ন্যু-তে কামব্যাক না করার জন্য এবার মেসির বিরুদ্ধে মুখ খুললেন কাতালানদের হেড কোচ জাভি। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার (Joan Laporta) নির্দেশ অনুসারে তিনিও এবার এক সময়ের বন্ধু মেসিকে কটাক্ষ করলেন। জাভির দাবি, যুক্তরাষ্ট্রের (USA) অপেক্ষাকৃত কম শক্তিশালী ইন্টার মিয়ামির ( Inter Miami) হয়ে মেসি অনেক চাপমুক্ত হয়ে খেলবেন। 

মেসির ইন্টার মিয়ামি যাওয়ার ঘোষণার পরেই জাভি বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে মেসির তরফ থেকে তেমন সাড়া পাচ্ছিলাম না। বার্সেলোনা মেসিকে চেয়েছিল। কিন্তু চাইলেই তো মেসির মতো ফুটবলারকে দলে পাওয়া যায় না। আমাদের ক্ষেত্রও সেটাই হল।" 

এরপর জাভি বোমা ফাটালেন। কেন মেসি বার্সায় ফিরে এলেন না? প্রশ্ন উঠতেই প্রাক্তন তারকা মিডফিল্ডার যোগ করেন, "লিও আমাকে বলেছিল, গত দুই বছর ওকে পিএসজি-তে অনেক বাড়তি চাপ নিতে হয়েছে। এমনকি বার্সাতেও চাপ নিয়ে ওকে খেলতে হয়েছে। তবে এবার থেকে মেসি অনেক খোলা মনে খেলতে পারবে। কারণ মেজর লিগ সকার তেমন শক্তিশালী লিগ নয়। ব্যক্তিগত ভাবে আমিও মেসিকে এবার বার্সায় চেয়েছিলাম। কিন্তু সবসময় তো ইচ্ছা পূরণ হয় না। তবুও পৃথিবীর সেরা ফুটবলারকে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাই।" 

জাভির আগে অবশ্য বার্সেলোনার তরফ থেকেও এমনই বার্তা দেওয়া হয়েছিল। মেজর লিগ সকার (Major League Soccer) যে লা লিগার (La Liga) তুলনায় কম গুরুত্বপূর্ণ লিগ, সেখানে মেসির মতো ফুটবলার যে অনেকটাই চাপমুক্ত থেকে খেলতে পারবেন, সেটাই টুইটারে জানানো হয়েছিল।   

আরও পড়ুন: Lionel Messi: মেসির এক ঘোষণায় ইন্টার মিয়ামি ম্যাচের টিকিটের দাম কত গুণ বাড়ল? জানতে পড়ুন

আরও পড়ুন: Lionel Messi vs Barcelona: ইন্টার মিয়ামিতে যেতেই মেসিকে খোঁচা দিল বার্সেলোনা! কিন্তু কীভাবে? জানতে পড়ুন

বিবৃতিতে বলা হয়, 'বার্সেলোনার তরফ থেকে মেসিকে ওর ভবিষ্যতের সাফল্য কামনা করা হল। কিছুটা কম চাহিদাসম্পন্ন ফুটবল লিগে খেলার ব্যাপারে মেসির সিদ্ধান্তটাও বেশ বুঝতে পারছে ক্লাব কর্তৃপক্ষ। ভবিষ্যতে মেসির জন্য একটা বিদায় সংবর্ধনার আয়োজনও করবে ক্লাব।' 

বার্সেলোনার বিবৃতিতে আরও বলা হয়, 'গত ৫ জুন, সোমবার, মেসির বাবা ও তাঁর এজেন্ট জর্জ মেসির সঙ্গে  ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার জানান, মেসি ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছে। যদিও বার্সার পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি দেওয়া হয়েছিল মেসিকে বার্সেলোনার জার্সিতে কামব্যাক করার জন্যই। তবে মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আসলে ফর্মে থাকলেও, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ লিগে মেসির খেলার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। কারণ গত কয়েক বছর মেসিকে অনেক চাপের মধ্যে খেলতে হয়েছে।' 

মেসি নিজেও বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। বার্সেলোনাও তাঁকে ফেরাতে চেয়েছিল। তবে খুব সহজ ব্যাপার ছিল না। এমনিতেই বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো নয়। নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফেরাতে হলে বার্সাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হত। উয়েফার আর্থিক সংগতি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সিদ্ধান্ত নিতে হত। লা লিগার বেতননীতির ব্যাপারটিও মাথায় রাখতে হত। 

শুধু  তাই নয়। মেসিকে দলে নিতে বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারকে ছেড়ে দিতে হত। গত কয়েক দিন বার্সেলোনা মেসিকে নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ করেছে। অনেক কথাবার্তা বলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর্জেন্টাইন তারকা তাঁর প্রাক্তন ক্লাবে ফিরতে চাইলেও তাদের দেরি দেখে আর সময় নষ্ট করেননি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে জানিয়ে দিয়েছেন, তাদের জার্সি পরেই আগামী মরসুমে খেলতে চান তিনি।

২০২১ সালের আগস্টে একপ্রকার বাধ্য হয়েই বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। সেই সময় বার্সেলোনার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মেসির মতো তারকাকে বিদায় দিয়েছিল স্পেনের এই ক্লাব। ক্লাবের সেই সিদ্ধান্তে মেসি বেশ বিপদেই পড়ে গিয়েছিলেন। একেবারেই প্রস্তুত ছিলেন না। প্রিয় ক্লাবের কাছ থেকে বিদায়ের বার্তা তাঁর কাছে ছিল বিনা মেঘে বজ্রপাতের মতোই। দলবদলের মরসুমের শেষের এক সপ্তাহ আগে বার্সা মেসিকে জানিয়ে দিয়েছিল নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত। মেসির পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটা তাই খুব তাড়াহুড়ো করেই নিতে হয়েছিল। চোখের জলে ক্যাম্প ন্যু ছেড়েছিলেন মেসি। তাই এবার আর ঝুঁকি নিলেন না। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.