Yashasvi Jaiswal: যশস্বীর বিশ্বরেকর্ড! ভারতের সঙ্গে ইংল্যান্ড কোচকেও টপকে গেলেন, লেখা হল নতুন ইতিহাস

Yashasvi Jaiswal Breaks Multuiple Record: এক নয়, একেবারে জোড়া রেকর্ড ভেঙে খবরের শিরোনামে যশস্বী জয়সওয়াল...

Updated By: Nov 23, 2024, 05:35 PM IST
Yashasvi Jaiswal: যশস্বীর বিশ্বরেকর্ড! ভারতের সঙ্গে ইংল্যান্ড কোচকেও টপকে গেলেন, লেখা হল নতুন ইতিহাস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য় ফুচকাও বিক্রি করেছেন তিনি। তবে এসব আজ অতীত। তিনি এখন ভারতীয় দলের স্টার ওপেনার। বলে দেওয়ার আর দরকার নেই যে, কথা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। অভাবের অন্ধকার পেরিয়ে আজ বছর বাইশের মুম্বই নিবাসী কোটি কোটি টাকার মালিক। ভারতীয় ক্রিকেটের আগামীর মহাতারকা হিসেবে দেখা হচ্ছে প্রতিভাবান যশস্বী। যেমন তাঁর নাম, তেমনই কাজ। যশস্বী এবার একই দিনে ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্য়াকালামকে (Brendon McCullum) ছাপিয়ে গেলেন। 

আরও পড়ুন: যশস্বী-রাহুলের ইতিহাস! পারথে চালকের আসনে ভারত, রইল দ্বিতীয় দিনের হাইলাইটস...

ক্রিকেট অনুরাগীদের চোখ এখন শুধুই পারথে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চলছে। শনিবার দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। কেয়ার অফ কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলে ফেলেছে ১৭২ রান। দুই ওপেনার রাহুল (৬২) ও যশস্বী (৯০) অপরাজিত ক্রিজে। ২১৮ রানের লিড নিয়ে ফেলল ভারত। আর এদিনই গম্ভীর-ম্য়াকালামের জোড়া রেকর্ড ভাঙলেন যশস্বী।
 
বর্তমানে ভারতের কোচ গম্ভীর জোড়া বিশ্বকাপজয়ী, বাঁ-হাতি মারকুটে ওপেনার ২০০৮ সালে মাত্র ৮ টেস্টে ১১৩৪ রান করেছিলেন ৭০.৬৭-এর গড়ে। ৩ সেঞ্চুরি ও ৬ হাফ সেঞ্চুরি ছিল তাঁর। যশস্বী ১৫ ম্য়াচে ১১৬১ রান করে ফেললেন ৫৫.২৮-এর গড়ে। তাঁর ঝুলিতে রয়েছে জোড়া ডাবল সেঞ্চুরি, তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি। বাঁ-হাতি ভারতীয় ক্রিকেটার হিসেবে এক বছরে টেস্টে সর্বাধিক রান করার রেকর্ড ছিল গম্ভীরের। তাঁকেই টপকে গেলেন যশস্বী। এখন তিনিই মগডালে। এবার আসা যাক দ্বিতীয় রেকর্ডের কথায়। যশস্বী এদিন ১৯৩ বলের অপরাজিত ৯০ রানের ইনিংসে হাঁকিয়েছেন ২টি ছয়। আর তাতেই করে ফেলেছেন বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটে এক বছরে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল কিউয়ি কিংবদন্তি ম্য়াকালামের। তিনি ২০১৪ সালে মেরেছিলেন ৩৩টি ছয়। যশস্বী ২০২৪ সালে এখনও পর্যন্ত মারলেন ৩৪টি ছয়। 

আরও পড়ুন: অবিশ্বাস্য! অসম্ভব! তিলক ভার্মা যা করলে তা বিশ্বে কেউ কখনও করেননি...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.