যুবির কালজয়ী কামব্যাক ভেস্তে গেল বৃষ্টিতে

মারণ রোগকে হারিয়ে ন’মাস তিন সপ্তাহ পর জাতীয় দলের জার্সিতে যুবিকে দেখতে গোটা দেশ টিভির সামনে। কিন্তু বৃষ্টি সব কিছু মাটি করে দিল।

Updated By: Sep 8, 2012, 08:11 PM IST

ক্যানসারকে হারিয়ে জীবনকে জেতানোর জন্য তৈরি যুবরাজ। মারণ রোগকে হারিয়ে ন’মাস তিন সপ্তাহ পর জাতীয় দলের জার্সিতে যুবিকে দেখতে গোটা দেশ টিভির সামনে। কিন্তু বাধ সাধছে সেই ভাইজাগের বৃষ্টি। বরুন দেবের কোপে পড়ে যুবির কালজয়ী কামব্যাক ম্যাচ শুরুই করা গেল না। ভাইজাগে মুষলধারে বৃষ্টি চলতে থাকায় ম্যাচ আর শুরু করা যায়নি। দেড় ঘন্টা অপেক্ষা করার পরও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।  মাঠে উপস্থিত দর্শকরা যুবি জ্বরে আক্রান্ত ছিলেন। অনেকের হাতেই প্ল্যাকার্ডে যুবরাজ আবেগের ছবি বা কথা।
ম্যাচের আগে যুবি বললেন,"ভাবিনি কোনওদিন কামব্যাক করতে পারব।" এরপরই যুবরাজ শায়েরির ঢঙে বলেন, " কেহেতে হ্যায় কে দাবাই সে জাদা দুয়া কাম করতা হে।"ভাইজাগের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় যুবরাজ এবং ভারতের ক্রিকেট প্রেমীদের অপেক্ষা করতে হবে চেন্নাইয়ে দ্বিতীয় ম্যাচ পর্যন্ত।

.