ম্যাচ শেষে গান গাইলেন যুবরাজ এবং শিখর ধাওয়ান!

তিনি যুবরাজ সিং। এই দেশকে দু-দুটো বিশ্বকাপ প্রায় একা হাতে জিতিয়েছেন। ২০০৭-এ টি২০ বিশ্বকাপ। ২০১১-তে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। তিনি সেই প্রথম আইপিএল থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিকেটার। প্রত্যেকটা আইপিএলের নিলাম হয়েছে, আর তাঁকে দলে পেতে টাকার পর টাকা দাম দিতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু গত আট বছরে তিনি কখনও সুযোগ পাননি আইপিএল জেতার। এবারই যুবরাজ এসেছিলেন হায়দরাবাদে। আর জিতলেন প্রথম আইপিএল।

Updated By: May 30, 2016, 03:00 PM IST
ম্যাচ শেষে গান গাইলেন যুবরাজ এবং শিখর ধাওয়ান!

ওয়েব ডেস্ক: তিনি যুবরাজ সিং। এই দেশকে দু-দুটো বিশ্বকাপ প্রায় একা হাতে জিতিয়েছেন। ২০০৭-এ টি২০ বিশ্বকাপ। ২০১১-তে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। তিনি সেই প্রথম আইপিএল থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিকেটার। প্রত্যেকটা আইপিএলের নিলাম হয়েছে, আর তাঁকে দলে পেতে টাকার পর টাকা দাম দিতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু গত আট বছরে তিনি কখনও সুযোগ পাননি আইপিএল জেতার। এবারই যুবরাজ এসেছিলেন হায়দরাবাদে। আর জিতলেন প্রথম আইপিএল।

তাই বোধহয় খুশি চেপে রাখতে পারেননি যুবরাজ। পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে রীতিমতো নাচলেন। আর মাঠ ছাড়ার পর গান গাইলেন একেবারে সানরাইজার্সের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাঁর সঙ্গে গলা মেলালেন শিখর ধাওয়ানও। দেখেই নিন সিঙ্গার যুবরাজ এবং শিখর ধাওয়ানকে।

 

.