প্রতিভার অন্বেষণে আসছে ZEE বাংলা ফুটবল লিগ

সুখেন্দু সরকার

Updated By: Jun 11, 2019, 03:23 PM IST
প্রতিভার অন্বেষণে আসছে ZEE বাংলা ফুটবল লিগ

আবেগ, উন্মাদনা, হুঙ্কার, গোওওওল ... সব খেলার সেরা বাঙালির ফুটবল। বাঙালির রক্তে ফুটবল, বাঙালির গর্বে ফুটবল। এই ফুটবল উন্মাদনাকে আরও উত্সাহ দিতে ZEE নিয়ে আসছে অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগ। তারকা গড়ার কারিগর জি বাংলায় এবার  বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের জন্য নিয়ে আসছে এক অনন্য মঞ্চ। তরুণ ফুটবলারদের অক্লান্ত পরিশ্রম পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। বুধবার আনুষ্ঠানিক ঘোষণা হল ZEE বাংলা ফুটবল লিগের।

ZEE বাংলা ফুটবল লিগের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব উত্পল গঙ্গোপাধ্যায়, ZEEL এর সিওও-ইন্টারন্যাশনাল এবং স্পোর্টস বিজনেস হেড মুকুন্দ কাইরে, ZEEL এর বাংলা ক্লাস্টার বিজনেস হেড সম্রাট ঘোষ এবং কলকাতার চারটি ক্লাব- ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান এবং এরিয়ান ক্লাবের কর্তারা। ছিলেন টলিউডের বেশ কয়েকজন চেনা অভিনেত্রী।  

জি বাংলার এই উদ্যোগে হাতে হাত মিলিয়েছে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ। কলকাতার চারটি ক্লাব- ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান এবং এরিয়ানের পাশাপাশি ১৬ টি জেলার অনূর্ধ্ব ১৯ দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ২৬ মে থেকে ২৩ জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট ২০ দলের এই প্রতিযোগিতা হবে চারটি গ্রুপে ভাগ করে। প্রতিটি গ্রুপের পাঁচটি দল লিগ পদ্ধতিতে খেলার পর প্রতিটি গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। তারপর হবে ফাইনাল। লিগে ৪০টি ম্যাচ এবং তিনটি নকআউট ম্যাচ। প্রতিটি ম্যাচ দেখানো হবে জি বাংলা সিনেমায়।  

লিগের ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ গাঙ্গুলি বলেন, " বাংলায় এই ধরণের লিগ এবং জি বাংলার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই বয়সভিত্তিক লিগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিভা তুলে আনতে হয় তৃণমূলস্তর থেকে। যেকোনও খেলাই সাফল্য আসে তার খেলোয়াড়দের জন্য। রোনাল্ডো, সচিন, মারাদোনা, বিরাট কোহলি এরা একদিনে হননি। প্লেয়ারদের স্কিল লেভেলের উন্নতি সবচেয়ে জরুরি।"

ZEEL এর সিওও-ইন্টারন্যাশনাল এবং স্পোর্টস বিজনেস হেড মুকুন্দ কাইরে বলেন, " জি বাংলা ফুটবল লিগের উদ্বোধনী মরশুমের সূচনা করতে পেরে আমরা খুশি।  এটাই হবে পশ্চিমবঙ্গের বার্ষিক লিগ। আমাদের লক্ষ্য ফুটবল প্রতিভা তুলে আনার পাশাপাশি সেই প্রতিভার বিকাশের সুযোগ করে দেওয়া। তাই এটা লিগ নয় আমি বলব ট্যালেন্ট হান্ট।"

আইএফএ সচিব উত্পল গঙ্গোপাধ্যায় বলেন, "বাংলার অনূর্ধ্ব ১৯ ফুটবলারদের প্রতিভা তুলে ধরার এক অনন্য মঞ্চ। আইএফএ এর সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত খুশি। বাংলায় ফুটবলের কার্নিভাল নিয়ে এসেছে আইএফএ এবং জি।"  

ZEE বাংলা ফুটবল লিগের অ্যান্থেম ইটস গোল .. লিখেছেন শ্রীজাত আর গানটি গেয়েছেন ইশান- কৌশিক। সবমিলিয়ে এদিনে অনুষ্ঠানে গানে গানে মাতিয়ে দিলেন তাঁরা। সেই সঙ্গে খুদে ছেলে-মেয়েদের নাচও ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন - জেল্লা হারাবে আইপিএল! দেশে ফিরে যাচ্ছেন একাধিক তারকা

.