Accident On Basanti Highway: হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, আহত শিশু-সহ ১০, গাড়ির টাওয়ার ফেটে...
Accident On Basanti Highway: আশঙ্কাজনক অবস্থায় ৫ জন ভর্তি কলকাতায় এসএসকেএম হাসপাতালে।
![Accident On Basanti Highway: হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, আহত শিশু-সহ ১০, গাড়ির টাওয়া ফেটে... Accident On Basanti Highway: হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, আহত শিশু-সহ ১০, গাড়ির টাওয়া ফেটে...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/09/520315-acciden.jpg)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চাকা ফেটে বিপত্তি! অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। শিশ-সহ আহত ১০ জন। ফের দুর্ঘটনা ঘটল বাসন্তী হাইওয়েতে। এলাকায় চাঞ্চল্য।
পুলিস সূত্রে খবর, আজ রবিবার সন্ধ্যায় বাসন্তী হাইওয়ে দিয়ে শাকসার মেলা থেকে অটোয় চেপে রাজারহাটে ফিরছিলেন শিশু-সহ বেশ কয়েকজন। উল্টো পথে আসছিল একটি প্রাইভেট গাড়ি। বৈরামপুর মোড়ে হঠাত্ গাড়িটির টাওয়ার ফেটে যায়! এরপর নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি সজোরে ধাক্কায় মারে অটোয়। এতটাই জোরে ধাক্কা লাগে যে, অটোটি রীতিমতো দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক গার্ডের পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় নলমুড়ি হাসপাতালে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, পাঁচজনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেএমে। কীভাবে দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: Kalyan Ghosh: মাধ্যমিকের আগে মাইক বাজিয়ে চলছে রক্তদান শিবির! ক্ষেপে গিয়ে বিধায়ক কল্যাণ যা করলেন...
এর আগে, দুর্গাপুজোর পঞ্চমীর দিনে সব্ধ্যায় এই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক বাইক আরোহী। পুলিসকে দেখেই বাইক নিয়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। শেষে নিয়ন্ত্রণ হারান এবং পথচলতি এক মহিলাকে ধাক্কা মারে। ওই মহিলা তো বটেই, আহত হন বাইক চালক নিজেও।
এদিকে পিছনে সিটে যে বসেছিল, সেই নাবালকও বাইকে থেকে ছিটকে পড়ে রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর আহত অবস্থায় বাইক চালক ও ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)