উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০১জন কোভিড সংক্রমিত
এরপর বেশকিছুদিন ধরে চিকিত্সা চলছিল। বার বার পরীক্ষার পর নেভেটিভ আসে করোনা পরীক্ষার রিপোর্ট। তারপরই নিয়ম মেনেই এবার ওঁদের ছাড়ার বন্দোবস্ত করল হাসপাতাল কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের মধ্যে আশার আলো। উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০১জন কোভিড সংক্রমিত। দিন কয়েক আগে ৩৬ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল। এবার একেবারে ১০১ সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের রোগী থেকে চিকিৎসকর স্বাস্থ্যকর্মীদের মুখে। বিভিন্ন জায়গা থেকে কোভিড নাইট্টিন সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন এঁরা।
আরও পড়ুন: মোটা টাকায় অ্যাম্বুল্যান্স দেয় BSF, মাঝরাতে জাতীয় সড়কে পরিযায়ী শ্রমিকদের নামিয়ে পালায় চালক
এরপর বেশকিছুদিন ধরে চিকিত্সা চলছিল। বার বার পরীক্ষার পর নেভেটিভ আসে করোনা পরীক্ষার রিপোর্ট। তারপরই নিয়ম মেনেই এবার ওঁদের ছাড়ার বন্দোবস্ত করল হাসপাতাল কর্তৃপক্ষ। আজ যাঁরা ছাড়া পেলেন তাঁদের মধ্যে ৫৪ জন পুরুষ, ৪২ জন মহিলা ও ৫জন শিশু রয়েছে। করোনা জয় করে আবারও মূল স্রোতের ফেরার সাক্ষী রইল গোটা হাসপাতাল। এদিন হাসপাতালের চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হাজির ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকরাও।