ব্যবসায়ীদের ডাকে ৪৮ ঘণ্টার ব্যবসা বনধ চলছে রায়গঞ্জে
Updated By: Jul 16, 2017, 01:22 PM IST
ওয়েব ডেস্ক : ব্যবসায়ীদের ডাকে ৪৮ ঘণ্টার ব্যবসা বনধ চলছে রায়গঞ্জে। খোলেনি দোকানপাট। প্রশাসনের আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের বনধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যবসায়ী সংগঠন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। পাশাপাশি কর্মবিরতি পালন করছে বাসস্ট্যান্ডের শ্রমিকরাও। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ঘটনার দিন বিজেপি বনধ ডাকায় প্রচুর পুলিস ছিল বাসস্ট্যান্ডে। ঢিল ছোড়া দূরত্বে থানাও। শ্রমিকদের প্রশ্ন, তারপরও কীভাবে তিন আদিবাসী মহিলার ওপর অত্যাচার করল দুষ্কৃতীরা। কেন এখনও ধরা পড়ছে না বাকি তিন দুষ্কৃতী। প্রশ্ন শ্রমিকদের।
আরও পড়ুন- ২৪ ঘণ্টার খবরের জের! ৭ ঘণ্টা পর শিশুর চোখ থেকে পেরেক বের করার দায়িত্ব নিল হাসপাতাল