বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সাঁকরাইল, ধৃত ৮
তাকা ছেঁড়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। তারপর তা সংঘর্ষের চেহারা নেয়।
নিজস্ব প্রতিবেদন : রবিবার বিজেপি তৃণমূল সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল সাঁকরাইল। সেই সংঘর্ষের ঘটনায় এদিন ৮ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিল। আজ তাদেরকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
আরও পড়ুন, যাত্রী নেই, বন্ধ হল লোকসানে চলা বাংলাশ্রী
গতকাল বিজেপি তৃণমূলের সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল সাঁকরাইল থানার রগড়া এলাকা। ভাঙা হয় তৃনমূল কংগ্রেসের পার্টি অফিস । তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, বিজেপির লোকজন হঠাৎ করে তাদের উপর চড়াও হয়। তাদের কর্মীদের মারধর করে। মারের চোটে আক্রান্ত হন তৃণমূলের বেশ কয়েকজন দলীয় কর্মী।
আরও পড়ুন, বারান্দায় দাঁড়িয়েছিল কিশোরী, টালির চালে পড়ল বাজ, পরিণতি মর্মান্তিক
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি , তাদের উপর আক্রমণ করা হয়েছে। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। জানা গিয়েছে, শাসকদলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। তারপর তা সংঘর্ষের চেহারা নেয়।