WB Flood Situation: উদয়নারায়ণপুরে বন্যায় মৃত্যু, জলের তোড়ে তলিয়ে গেল কিশোরী

বুধবার প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Aug 3, 2021, 06:40 PM IST
WB Flood Situation:  উদয়নারায়ণপুরে বন্যায় মৃত্যু,  জলের তোড়ে তলিয়ে গেল কিশোরী

নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ। ডিভিসি থেকে জল ছাড়ার পর রাজ্যে বন্য়া পরিস্থিতি জটিল হয়েছে আরও। বুধবার যখন আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী, তখন হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যায় জলে ডুবে মৃত্যু হল কিশোরীর। 

জানা গিয়েছে, মৃতের নাম রিমা রক্ষিত। বাড়ি, উদয়নারায়ণপুরে জোকার এলাকায়। বন্যায় ডুবে গিয়েছে ঘর-বাড়ি। লোকালয় দিয়ে তীব্র বেগে বয়ে চলেছে জলের স্রোত। এদিন দুপুরে জলের স্রোতে তলিয়ে যায় রিমা। বাড়ি থেকে কিছু দূরে তাকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয় উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এলাকায় শোকের ছায়া। 

আরও পড়ুন: Haldia Fire: গ্যাস ট্যাঙ্কারের চেষ্টায় নিয়ন্ত্রণে Haldia শিল্পতালুকের ভয়াবহ আগুন, হতাহত নেই

প্রবল বৃষ্টিতে ভাসছে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। হাওড়ায় উদয়নারায়ণপুরের বেশ কয়েকটি ব্লক। ২ দিন ধরে জলের তলায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক। অধিকাংশ জায়গায় পানীয় জলের সংকট চরমে। এদিন ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের অভিযোগ, 'ডিভিসি জলছাড়ার পরিমাণ কমাচ্ছে না। রাজনীতির জন্য বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে'। শেষ মুহূর্তে, কোনোও পরিবর্তন না হলে আগামিকাল অর্থাৎ বুধবার আকাশপথে হাওড়ার উদয়নারায়নপুর ও আমতা, হুগলির গোঘাট, খানাকুল ১ ও ২ নম্বর ব্লকে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.