সাইকেলে লরির ধাক্কা, মৃত্যু যুবকের

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন, রাজা রাস্তার ধার দিয়েই সাইকেল চালাচ্ছিলেন। কিন্তু পিছন থেকে আচমকাই একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। লরিটিকে পাশ কাটাতে গিয়ে সাইকেল থেকে পড়ে যান রাজু।

Updated By: Oct 9, 2018, 12:59 PM IST
সাইকেলে লরির ধাক্কা, মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিবেদন:  পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে  বিষ্ণুপুরের ১১৭ নম্বর জাতীয় সড়কে আমতলা গ্রামীণ হাসপাতালের  কাছে।  মৃত যুবকের নাম রাজা দাস।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির রাজা  দাস প্লাউড কোম্পানিতে কর্মরত ছিলেন।  মঙ্গলবার সকালে সাইকেল করেই কাজে যাচ্ছিলেন তিনি। আমতলার বাসিন্দা রাজা সাইকেলে ডায়মন্ডের দিকে যাচ্ছিলেন। আমতলা গ্রামীণ হাসপাতালের কাছে উল্টোদিক থেকে একটি লরি চলে আসে।

আরও পড়ুন: পালিয়ে গিয়ে বিয়ে করল বন্ধু, 'ক্ষির' খেল যুবক

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন, রাজা রাস্তার ধার দিয়েই সাইকেল চালাচ্ছিলেন। কিন্তু পিছন থেকে আচমকাই একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। লরিটিকে পাশ কাটাতে গিয়ে সাইকেল থেকে পড়ে যান রাজু। লরিটি রাজের শরীরের ওপর দিয়েই চলে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে যায় রাজার মাথা।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে রাত কাটালেন তিন সন্তানের মা, তারপরই মর্মান্তিক পরিণতি

 আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই।  কিন্তু চিকিত্সকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে রাজার।  দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  ঘাতক লরির চালকের খোঁজ করছে বিষ্ণুপুর থানার পুলিস।

.