স্নানের ছবি তুলতে দেখে তেড়ে এল হাতি, প্রাণ গেল যুবকের

যুবককে ছবি তুলতে দেখে বুনো দাতাল ছুটে আসে তাঁর দিকে। মৃত্যু হয় ধূপগুড়ি চানাডিপা গ্রামের বাসিন্দা আশিষ ওড়াও-এর।

Updated By: May 10, 2019, 12:08 PM IST
স্নানের ছবি তুলতে দেখে তেড়ে এল হাতি, প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদন: জঙ্গলে বুনোহাতির স্নানের ছবি ক্যামেরা বন্দি করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল স্থানীয় এক যুবকের। বনদপ্তর সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ডুয়ার্সের খুট্টিমারির জঙ্গল থেকে একটি বুনোদাতাল হাতি চানাডিপা গ্রামের কাছে লোকালয়ে চলে আসে। গরমে কার্যত জিরিয়ে নিতেই নেমে পড়ে একটি জলাশয়ে। জানতে পেরে বন্ধুদের নিয়ে ছবি তুলতে যায় স্থানীয় এক যুবক। যুবককে ছবি তুলতে দেখে বুনো দাতাল ছুটে আসে তাঁর দিকে। মৃত্যু হয় ধূপগুড়ি চানাডিপা গ্রামের বাসিন্দা আশিষ ওড়াও-এর।

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার সবং, গুরুতর জখম বিজেপি কর্মী

অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান সবাই পালিয়ে গেলেও পালাতে পারেনি আশিষ। হাতির হামলায় তার দুটি পা-ই  ভেঙে যায়। এরপর তাকে উদ্ধার করে রাতে বীরপাড়া হাসপাতালে নিয়ে যায় বিন্নাগুড়ি এলিফ্যান্ট স্কোয়াড ও স্থানীয় বিট অফিসের বনকর্মীরা। বীরপাড়া থেকে তাঁকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সেখানেই মৃত্যু হয় যুবকের।

Tags:
.