উপনির্বাচন ঘিরে সরগরম সবং, বিতর্ক রুখতে ব্যবহার ভিভিপ্যাটের

ইভিএম-এ কারচুপির অভিযোগে বারবার সরব বিরোধীরা। বিতর্ক রুখতে এবার তত্পর নির্বাচন কমিশন। সবং উপনির্বাচনে ব্যবহার করা হচ্ছে ভিভিপ্যাট। ভোট মনপসন্দ প্রার্থীর ঝুলিতে যাচ্ছে কিনা? যাচাই করে নিতে পারবেন ভোটাররাই। 

Updated By: Dec 21, 2017, 08:36 AM IST
উপনির্বাচন ঘিরে সরগরম সবং, বিতর্ক রুখতে ব্যবহার ভিভিপ্যাটের

নিজস্ব প্রতিবেদন : উপনির্বাচন ঘিরে সরগরম পশ্চিম মেদিনীপুরের সবং। দীর্ঘদিন পর এই অঞ্চল এমন বিধানসভা ভোট দেখছে বাংলার মানুষ, যেখানে প্রার্থী হিসেবে মানস ভুঁইঞার নাম নেই। তবে নিজে না থাকলেও, প্রচার পর্ব থেকে ভোটযুদ্ধ সবেতেই অগ্রণী ভূমিকায় সবংয়ের ভূমিপুত্র। তিনি এবার ঘাসফুল শিবিরের সৈনিক। তৃণমূলের প্রার্থী এখানে তাঁর স্ত্রী গীতা ভুঁইঞা।

তবে কংগ্রেসি তকমা ঝেড়ে, নতুন দলের সবাইকেই স্ত্রীর জন্য পাশে পাবেন কিনা তিনি, তা এখন লাখ টাকার প্রশ্ন। নির্বাচন কমিশনের খাতায় সবংয়ে প্রার্থী সংখ্যা পাঁচ। তৃণমূলের গীতা ভুঁইঞা ছাড়াও লড়াইয়ে আছেন বিজেপির অন্তরা ভট্টাচার্য, সিপিএমের রীতা জানা মণ্ডল, কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক এবং এসইউসিআইএয়ের দীনেশ মেইকাপ। পঞ্চমুখী লড়াইয়ে কোমর কষে নেমেছে বিজেপি। সবংয়ে কার্যত মাটি কামড়ে পড়ে থেকে, বিজেপির পালে কি হাওয়া টানতে পারবেন সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো মুকুল রায়? জবাব মিলবে শীঘ্রই।

আরও পড়ুন- 'নীতি ভাঙিনি' দলবদল নিয়ে মুখ খুললেন মানস

সিপিএমও রীতিমতো বেগ দিতে তৈরি। তবে কংগ্রেসের সঙ্গে জোটভাঙার খেসারত তাদের দিতে হবে কিনা, সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। সব জবাব পেতে অপেক্ষা করতে হবে ২৪-এ ডিসেম্বর পর্যন্ত।  

এদিকে, ইভিএম-এ কারচুপির অভিযোগে বারবার সরব বিরোধীরা। বিতর্ক রুখতে এবার তত্পর নির্বাচন কমিশন। সবং উপনির্বাচনে ব্যবহার করা হচ্ছে ভিভিপ্যাট। ভোট মনপসন্দ প্রার্থীর ঝুলিতে যাচ্ছে কিনা? যাচাই করে নিতে পারবেন ভোটাররাই। 

.