Free Gas: ৭৫০-২০০০ টাকার বিনিময়ে মিলছে 'বিনামূল্যে'র সরকারি গ্যাস!
ছোট গ্যাসের ক্ষেত্রে নেওয়া হচ্ছে ৭৫০ টাকা। আর বড় গ্যাসের ক্ষেত্রে ২০০০ টাকা করে নেওয়া হচ্ছে।
![Free Gas: ৭৫০-২০০০ টাকার বিনিময়ে মিলছে 'বিনামূল্যে'র সরকারি গ্যাস! Free Gas: ৭৫০-২০০০ টাকার বিনিময়ে মিলছে 'বিনামূল্যে'র সরকারি গ্যাস!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/22/355000-f1b26568-53d1-4742-9758-a195f9340d46.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিনামূল্যে সরকারি গ্যাস পাওয়ার কথা। এদিকে সেই ফ্রি গ্যাসের গ্রাহকদের কাছ থেকেই টাকা নেওয়ার অভিযোগ উঠল গ্যাস কানেকশন কর্মীদের বিরুদ্ধে। গ্রাহকদের কাছ থেকে গ্যাস প্রতি ৭৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়-২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বাউনিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বাউনিয়া এলাকায় সরকারি ফ্রি গ্যাস দেওয়ার জন্য যে টাকা নেওয়া হচ্ছে, তা আবার গ্যাসের আকারের উপর ভিত্তি করে। মানে, ছোট গ্যাসের ক্ষেত্রে নেওয়া হচ্ছে ৭৫০ টাকা। আর বড় গ্যাসের ক্ষেত্রে ২০০০ টাকা করে নেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। আরও অভিযোগ, টাকা না দিলে গ্যাসের সংযোগও দেওয়া হচ্ছে না।
এই খবর জানাজানি হতেই অবশ্য সাফাই গেয়েছেন গ্যাস কানেকশন কর্মীরা। 'টাকা নিয়ে ভুল করেছি। সবাইকে টাকা ফেরত দেব।' এমনটাই জানিয়েছেন তাঁরা। আরও পড়ুন, 'ঘুরে বেড়ান, সিনেমা করুন, আমরাও দেখব', সায়নীর জামিনে টিপ্পনী বিজেপির