ডেবরায় অ্যাম্বুলেন্স, লরির সংঘর্ষে মৃত ২, গুরুতর জঘম ১
অন্যদিকে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি পুলিসি হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ ব্যক্তির, গুরুতর জখম হয়েছেন আরও একজন। বুধবার সকালে ডেবরার ৬ নং জাতীয় সড়কের চন্ডাবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ দিন খড়্গপুর গামী একটি অ্যাম্বুলেন্স এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা লড়িতে সজোরে ধাক্কা মারে। মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালক মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোর ৪.৪০ নাগাদ কলকাতা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তির। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তি অশোকনগর এবং আনন্দপুর থানা এলাকার বাসিন্দা। আজই মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। অন্যদিকে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি পুলিসি হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: ক্যানিংয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিপত্তি; গরম খিচুড়ির কড়া উল্টে গুরুতর জখম ৩ পড়ুয়া সহ ৫