ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে তৃণমূলের ৫০ কর্মী-সমর্থক
শুভেন্দুর হাত ধরে এদিনে গেরুয়া শিবিরে যোগ দেন আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনিমা ভুঁইয়া ও তাঁর সঙ্গীরা
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী বঙ্গে যেখানে বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দেওয়ার হিড়িক সেখানে ভিন্ন ছবি নন্দীগ্রামে।
আরও পড়ুন-সাড়ে ৩ মাস পর কলকাতায় কোভিডে মৃত্যু শূন্য, দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ১০-এর নীচে
শনিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদে ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ৫০ নেতা-সমর্থক। আজ বিজেপির একটি কার্যকাররিনী সভা অনুষ্ঠিত হয় আমদাবাদ হাইস্কুলে। ওই সভাতেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন ওইসব তৃণমূল সমর্থকরা।
শুভেন্দুর হাত ধরে এদিনে গেরুয়া শিবিরে যোগ দেন আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনিমা ভুঁইয়া ও তাঁর সঙ্গীরা।
আরও পড়ুন- বাংলার 'খেলা হবে' এবার জাতীয়, লোকসভা ভোটের আগে আসছে হিন্দি সংস্করণ
উল্লেখ্য, এদিনই শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনার তদন্তে তাঁর বাড়িতে যায় সিআইডির একটি টিম। এনিয়ে শুভেন্দু বলেন, বার বার আমার বাড়িতে CID পাঠিয়ে আমার কিছু করতে পারবে না । বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা রয়েছেন ,বর্তমান সরকার CID পাঠিয়ে জানার চেষ্টা করছে তারা কেমন আছেন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)