বর্ধমান স্টেশনের বিপর্যস্ত অংশ না সারিয়েই রঙের প্রলেপ, ফের ক্ষোভের মুখে কর্তৃপক্ষ
কতটা অংশ ভাঙা হবে তা ঠিক না করেই কেন রঙের প্রলেপ দিয়ে অর্থের অপচয় করা হল তা নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ।
নিজস্ব প্রতিবেদন: দু-সপ্তাহ টালবাহানার পর অবশেষে গতকাল থেকে শুরু হল বর্ধমান স্টেশনের ধসে পড়া বাকি অংশ ভেঙে ফেলার কাজ। কয়েকদিন আগেই ভেঙে পড়া অংশের পাশেই রঙের প্রলেপ দেওয়া হয়। কতটা অংশ ভাঙা হবে তা ঠিক না করেই কেন রঙের প্রলেপ দিয়ে অর্থের অপচয় করা হল তা নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: ‘সরকারি সম্পত্তি যারা নষ্ট করছে তাদের গুলি করা হবে না তো কি চা খাওয়ানো হবে!’
গত ৪ জানুয়ারি ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার সন্ধে ৮টা ১৫ মিনিট নাগাদ আচমকাই ভেঙে পড়ে মূল প্রবেশদ্বারের উপরের অংশ। তখনই ঘটনাস্থলে পৌঁছায় পুলিস ও দমকলবাহিনী। উল্লেখ্য, সংস্কার চলাকালীনই ঘটনাটি ঘটে। কাজেই উঠে আসছে একাধিক তথ্য। গোটা কাণ্ডে রেলের গাফিলতির অভিযোগ তুলেছেন বিশেষজ্ঞরা। নিত্যযাত্রী থেকে স্থানী, প্রত্যেকেরই অভিযোগ, ঘুন ধরা দেওয়ালেই ভারী টাইলস বসানো হয়েছে। তাঁদের দাবি, ঐতিহ্য বজায় রেখেই স্টেশন বিল্ডিংটির পুনর্নির্মাণ করা হোক।
আরও পড়ুন: বুলবুলের ক্ষতিপূরণের টাকা চাইতে যান গৃহবধূ! বাংলোয় তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ' তৃণমূল কর্মীর