থিম সং গেয়ে বিপাকে বাবুল, শো-কজ করল কমিশন, কী বলছেন গায়ক-সাংসদ
কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলেও এই গান প্রকাশের আগে কমিশনের অনুমতি নেননি বাবুল। ফলে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: অনুমোদন না নিয়ে থিম সং প্রকাশ করায় বাবুল সুপ্রিয়কে কারণ দর্শাতে বলল নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিকের দফতরের মিডিয়া ওয়াচ সেল বাবুলকে শো কজ পাঠিয়েছে।
রবিবার রাতে বাবুলের থিমসং প্রথম প্রকাশ্যে আনে Zee ২৪ ঘণ্টা। গানের রেকর্ডিংয়ের ভিডিয়ো হাতে আসে আমাদের। এর পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনে ফোনে ছড়িয়ে পড়ে সেই গান। 'ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল' শীর্ষক এই গানের ছত্রে ছত্রে সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের। গানের কথা ও সুরকার বাবুল সুপ্রিয় নিজেই। সিপিএমের স্লোগান ধার করে এই গান বানানো হয়েছে বলে অভিযোগ তুলেছে SFI.
কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলেও এই গান প্রকাশের আগে কমিশনের অনুমতি নেননি বাবুল। ফলে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।
খালি তিলক কাটলে হয় না, মোদী-শাহকে সংস্কৃত মন্ত্রপাঠের চ্যালেঞ্জ মমতার
যদিও বাবুলের দাবি, গান আনুষ্ঠানিক ভাবে এখনো গানটি প্রকাশ হয়নি। গানটি নিয়ে পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা কয়েকজন দলীয় কর্মীকে তিনি পাঠিয়েছিলেন। সেখান থেকেই ছড়িয়ে পড়ে এই গান।
এদিন বাবুলের ওই গানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে বলে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।