রাগারাগি করলে চলবে না; তৃণমূলকে কেন ভোট দেবেন বাড়ি বাড়ি গিয়ে বোঝান, কর্মীদের নির্দেশ অনুব্রতর
দেশে পেট্রোলের টানা মূল্যবৃদ্ধি নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেন অনুব্রত
নিজস্ব প্রতিবেদন: তেলের দাম বৃদ্ধি থেকে গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতি, প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
রবিবার বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের কর্মীসভায় অনুব্রত বলেন, বিজেপি একটা মাথামোটার দল। সবসময় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে ওরা সফল হবে না। অমিত শাহ অনেক বড়বড় কথা বলেন, কাজের কাজ কিছুই করতে পারছেন না।
আরও পড়ুন-'কফিহাউসের আড্ডা' বাঁচাতে মরিয়া চেষ্টা, সুরক্ষাবিধির তালিকা নিয়ে প্রশাসনের দ্বারস্থ কর্মীরা
অন্যদিকে,দলের গোষ্ঠীদ্বন্দ্বও চেপে রাখলেন না অনুব্রত। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার ২১-এর ভোট খুব কঠিন ভোট৷ আমাদের সবাইকে একসাথে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। সবাইকে এক হতে হবে, রাগারাগি করলে চলবে না। বাড়ি বাড়ি যান। প্রচার করুন। মানুষকে বোঝান তারা কেন তৃণমূলকে ভোট দেবেন৷
আরও পড়ুন-কেন্দ্রের কিষান যোজনায় লাভবান হয়েছে সব রাজ্য, বাংলার কৃষকদের বঞ্চিত করেছেন মমতা
দেশে পেট্রোলের টানা মূল্যবৃদ্ধি নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেন অনুব্রত। দিল্লির মতো জায়গায় পেট্রোলের দামকে ছাপিয়ে গিয়েছে ডিজেলের দাম। বিভিন্ন দেশের পেট্রোলের দাম তুলে ধরে অনুব্রত বলেন, প্রধানমন্ত্রী কোনও কাজের নন, দেশ চালানোর যোগ্যতা তাঁর নেই।