হেলতে দুলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বিশালাকার কচ্ছপ!
এলাকাবাসীরা কচ্ছপটিকে ধরে আটকে রাখেন।
![হেলতে দুলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বিশালাকার কচ্ছপ! হেলতে দুলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বিশালাকার কচ্ছপ!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/09/01/138643-swergwe.jpg)
নিজস্ব প্রতিবেদন : কোচবিহারের পানিশালা থেকে উদ্ধার হল একটি বিশালাকার কচ্ছপ। কচ্ছপটি ইন্ডিয়ান সফট শেল প্রজাতির। কী করে কচ্ছপটি এই এলাকায় এল? কোথা থেকেই বা এল? তা নিয়ে ধন্দে রয়েছেন বন দফতরের কর্তারা।
আরও পড়ুন, অসুস্থ সন্তান, হতাশায় ছেলেকে সঙ্গে নিয়েই বাবা নিলেন চরম পদক্ষেপ
আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বিশালাকার একটি কচ্ছপ পানিশালা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কচ্ছপ দেখতে পেয়ে উৎসাহিত হয়ে পড়েন এলাকাবাসীরা। তাঁরা কচ্ছপটিকে ধরে আটকে রাখেন। খবর দেন বন দফতরে। কচ্ছপ ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। তাঁরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন, রাতে ঘরে ঢুকেই স্বামী দেখেন, প্রেমিকের সঙ্গে 'ঘনিষ্ঠভাবে' শুয়ে স্ত্রী, তারপর...
প্রসঙ্গত, শুক্রবার রাতে জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ি এলাকার বাসিন্দা অমল বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয় ৮ ফিট লম্বা একটি শঙ্খিনী সাপ। বাড়ির বারান্দায় কুণ্ডলী পাকিয়ে ছিল সাপটি। অন্ধকারে কিছু একটা চিক চিক করছে দেখে সন্দেহ হয় অমলবাবুর। আলো জ্বালাতেই চমক ভাঙে তাঁর।
আরও পড়ুন, মহার্ঘভাতার অধিকার আইনি অধিকার : হাইকোর্ট
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়ির গাদংয়ের বাসিন্দা পবিত্র রায় তাঁর বাড়ির সামনেই উদ্ধার করেন একটি চাইনিজ ফ্রেট ব্যাজার। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল সেটি। ভালুকছানার মতো দেখতে প্রাণীটি লম্বায় ১৬ ইঞ্চি মতো।