Hanskhali: তথ্য অনুসন্ধানে তৈরি হল BJP-র কমিটি, থাকছেন সারা দেশ থেকে ৫ জন
এর আগেও রামপুরহাটের ঘটনা নিয়ে টিম গঠন করে বিজেপি
নিজস্ব প্রতিবেদন: হাঁসখালিকাণ্ডে তদন্ত কমিটি গঠন করল বিজেপি। তথ্য অনুসন্ধানে এই কমিটি তৈরি করেছে তারা।
পাঁচ সদস্যের এই কমিটিতে রয়েছেন এক সাংসদ রয়েছেন,রয়েছেন উত্তর প্রদেশের এক মন্ত্রী। এছাড়াও রয়েছেন তামিলনাড়ুর বিজেপি বিধায়ক এবং মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব।
মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর থেকেই হাঁসখালির ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে বিজেপি। বুধবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এই টিম গঠন করে দিয়েছেন। এই কমিটিতে থাকছেন উত্তর প্রদেশের সাংসদ রেখা ভার্মা। উত্তর প্রদেশের বিধায়ক বেবি রানি মৌর্জ। এছাড়াও থাকছেন বনথি শ্রিনিবাসন, খুশবু সুন্দর এবং রুপমিত্রা চৌধুরী।
আরও পড়ুন: Kultali: রাতভর নিখোঁজ কিশোর, সকালে ছেলেকে বীভৎস অবস্থায় পেল পরিবার, হতভম্ব বাবা-মা
আরও পড়ুন: Nadia: সাতসকালে গুলি করে খুন, প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি মহিলার
তারা যত দ্রুত সম্ভব হাঁসখালি যাবেন এবং তাদের রিপোর্ট জমা দেবেন বিজেপির সভাপতি জেপি নাড্ডার কাছে। এর আগেও রামপুরহাটের ঘটনা নিয়ে টিম গঠন করে বিজেপি। এবার হাঁসখালির ঘটনায় কী রিপর্ট জমা পড়ছে সেদিকে নজর থাকবে সকলের।