তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে ধৃত বিজেপি নেতা
রাত দুটো নাগাদ মেদিনীপুরের নার্সিংহোম থেকে আনিসুরকে গ্রেফতার করা হয়। খবর চাউর হতেই নার্সিংহোম ঘেরাও করে লাগাতার বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।
নিজস্ব প্রতিবেদন: তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে পাঁশকুড়ার দলত্যাগী তৃণমূল নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করল পুলিস। এখন তিনি বিজেপিতে। রাত দুটো নাগাদ মেদিনীপুরের নার্সিংহোম থেকে আনিসুরকে গ্রেফতার করা হয়। খবর চাউর হতেই নার্সিংহোম ঘেরাও করে লাগাতার বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। অতিরিক্ত পুলিস সুপার ও কোতোয়ালি থানার আইসি-কে হুমকির মুখেও পড়তে হয়। নার্সিংহোম থেকে থানায় নিয়ে যাওয়ার পথে আনিসুরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও হয়। পুলিসের সামনেই আনিসুরকে মারধর করা হয়।
আরও পড়ুন: মঞ্জু বসুকে প্রার্থী ঘোষণা বিতর্ক: কৈলাসের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব