অপর্ণা সেনের সমর্থন আমাদের চাই না, কল্যাণী শিক্ষকনিগ্রহ নিয়ে বললেন বিজেপি নেতা

কল্যাণীতে শিক্ষক নিগ্রহে অপর্ণা সেনের টুইট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। সোমবার তিনি বলেন, অপর্ণা সেন মানুষের ভিতর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ওর সমর্থন বিজেপির দরকার নেই। 

Updated By: Aug 19, 2019, 05:21 PM IST
অপর্ণা সেনের সমর্থন আমাদের চাই না, কল্যাণী শিক্ষকনিগ্রহ নিয়ে বললেন বিজেপি নেতা

নিজস্ব প্রতিবেদন: কল্যাণীতে শিক্ষক নিগ্রহে অপর্ণা সেনের টুইট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। সোমবার তিনি বলেন, অপর্ণা সেন মানুষের ভিতর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ওর সমর্থন বিজেপির দরকার নেই। 

 

গত শনিবার রাতে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের পাশে আন্দোলনরত প্যারাটিচারদের ব্যাপক মারধর করে পুলিস। মহিলা শিক্ষিকাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত পুলিসকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে টুইট করেন অপর্ণা সেন। এদিন সাংবাদিক বৈঠকে তা নিয়ে সায়ন্তকে প্রশ্ন করলে তিনি বলেন, অপর্ণা সেনের সমর্থন আমাদের চাই না। উনি সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ওর হৃদয় স্বতঃস্ফূর্তভাবে কাঁদে না। আজ উনি পুলিসকর্মীদের শাস্তির দাবি করছেন, কালই আবার নবান্নে হাজির হবেন। 

ক্ষমতায় এসে কল্যাণীতে নিগ্রহকারী পুলিসকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি সরকার: সায়ন্তন

সায়ন্তন বলেন, শিক্ষক নিগ্রহ কাণ্ডে উনি আমাদের সমর্থন করছেন বটে, কিন্তু আমাদের ওনার সমর্থন চাই না। অপর্ণা সেনের ক্ষেত্রে আমাদের অবস্থান স্থির। তা উনি সমর্থনই করুন বা বিরোধিতা। 

ওদিকে শিক্ষক নিগ্রহকাণ্ডে অভিযুক্ত পুলিসকর্মীদের শাস্তির দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন-সহ কয়েকজন বুদ্ধিজীবী। তাতে দমদম স্টেশনে নাট্যকর্মী নিগ্রহের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। 

.