Sitalkuchi: বিজেপির মিছিলে হামলা; ঘনঘন বোমা, তুলকালাম শীতলকুচি
এনিয়ে বিজেপি বিধায়ক মালতী রাভা সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, সাধারণ মানুষ বিজেপির পক্ষে রয়েছেন। ওরা পুলিসকে সঙ্গে নিয়ে আমাদের উপরে হামলা চালাচ্ছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপির মিছিলে হামলার অভিযোগে তোলপাড় কোচবিহারের শীতলকুচি। অভিযোগের তির তৃণমূলের দিকে। চোর ধরো জেল ভরো কর্মসূচির আওতায় আজ মিছিল ছিল শীতলকুচিতে। রবিবার শীতলকুচি বাজার সংলগ্ন এলকায় যখন মিছিলটি আসে সেইসময় ওই মিছিলের উপরে হামলা করা হয় বলে অভিযোগ। বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির অভিযোগে, তারা কোনও মিটিং মিছিল করলেই হামলা করা হয়। ঘনঘন বোমাবাজিতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিস এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে।
আরও পড়ুন-পিএফ-গ্রাচুইটি না মেটালে বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করুন, চা শ্রমিকদের ডাক অভিষেকের
এদিকে, তৃণমূল কংগ্রেসের দাবি, এখন উত্তরবঙ্গ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উত্তরবঙ্গের অধিকাংশ নেতাকর্মী উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রয়েছেন। ফলে শীতকুচিতে যা হয়েছে তা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। স্থানীয় সূত্রে খবর, হামলার সময় মিছিলে পুলিস ছিল না। পুলিসের দাবি, কীভাবে এমন হামলার ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত হচ্ছে। অতর্কিতে মিছিলের উপরে হামলা করা হয়। বিজেপির বেশ কয়েকজন বিধায়ক এদিন মিছিলে উপস্থিত ছিলেন। তাদের সামনেই এমন ঘটনা ঘটে। ফলে এনিয়ে উত্তেজিত জেলা বিজেপি। মালতী রাভা, সুকুমার রায়ের মতো বিজেপি বিধায়কদের অভিযোগ, শীতলকুচিতে বিজেপি কোনও কর্মসূচি নিলেই এভাবে হামলা করা হচ্ছে।
হামলার অভিযোগ নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সিতাই, শীতলকুচি ও দিনহাটায় গণতন্ত্র বলে কিছু নেই। কোনও আইন ওখানে কাজ করে না। তৃণমূল গুন্ডাদের ওখানে মক্তাঞ্চল। ওখানে আমার গাড়িতেও বোমা মারা হয়েছিল। ভোটের সময়ে বিএসএফকে ওখানে গুলি চালাতে হয়েছিল। ওখানে গণতন্ত্র ফেরানোর জন্য আমাদের কর্মীরা লড়াই করছে।
এনিয়ে বিজেপি বিধায়ক মালতী রাভা সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, সাধারণ মানুষ বিজেপির পক্ষে রয়েছেন। ওরা পুলিসকে সঙ্গে নিয়ে আমাদের উপরে হামলা চালাচ্ছে। বিজেপি এই বোমা-হুমকিকে ভয় পায় না। আমরাও তৈরি আছি। আমাদের কর্মীরা ওদের প্রতিরোধ করেছে।
বিজেপির অভিযোগের পাল্টা দিয়েছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, দিলীপ ঘোষের কথার উত্তর দেওয়াটাই বাতুলতা। উনি কখন কী বলেন তা নিজেও হয়তো জানেন না। একটা কথাই বলব, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশের জেলায় এসেছেন। সকাল থেকে সেখানেই রয়েছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এতটা বোকা নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এমন গোলমাল করবেন। ওখানে বিজেপির একশোটা উপদল। নিজেরা নিজেরা বোমাবাজি করে এখন তৃণমূলের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে।