বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত নদিয়া, গুরুতর জখম ১০
ভোট পরবর্তী হিংসার বারবারই উত্তপ্ত হয়েছে ভাটপাড়া, সিতাই, ভাঙড়-সহ একাধিক এলাকা। এবার ভোট পরবর্তী হিংসায় অশান্ত নদিয়ার ধানতলা থানার অন্তর্গত কেশাইপুর বাঁকাপাড়া এলাকায়।
![বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত নদিয়া, গুরুতর জখম ১০ বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত নদিয়া, গুরুতর জখম ১০](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/28/194755-bjp-tmc-flag-759.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভোট মিটলেও বিরাম নেই অশান্তির। রাজ্য জুড়েই বিক্ষোভ, রাজনৈতিক অশান্তি অব্যাহত। ভোট পরবর্তী হিংসার বারবারই উত্তপ্ত হয়েছে ভাটপাড়া, সিতাই, ভাঙড়-সহ একাধিক এলাকা। এবার ভোট পরবর্তী হিংসায় অশান্ত নদিয়ার ধানতলা থানার অন্তর্গত কেশাইপুর বাঁকাপাড়া এলাকায়। অভিযোগ পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ফিরছিল কয়েকজন তৃণমূলের কর্মী। সেই সময়ই আচমকা তাঁদের ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা।
আরও পড়ুন: বেপাত্তা রাজীবকে বাগে আনতে গ্রেফতারি পরোয়ানা জারির তত্পরতা সিবিআইএর
দুপক্ষের সংঘর্ষে ইতিমধ্যেই আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি বিজেপির পাল্টা অভিযোগ, এলাকার মাঠে দুটি বাচ্চার খেলাকে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূল প্রধানের নির্দেশেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুই পক্ষই।