Municipal Election 2022: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির, মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট

আগামিকাল-ই শুনানি। 

Updated By: Feb 24, 2022, 12:30 PM IST
Municipal Election 2022: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির, মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন : পুরভোটে (Municipal Election 2022) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি (BJP)। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে আজই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বিজেপির করা আবেদনের প্রেক্ষিতে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আর্জিও মেনে নিয়েছে শীর্ষ আদালত। আগামিকাল-ই শুনানি। 

প্রসঙ্গত, রবিবার ১০৮ পুরসভার (Municipal Election 2022) ভোট। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Force) প্রয়োজন কি না? কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি হবে না? সেই নিয়ে সিদ্ধান্ত বুধবার কমিশনের (State Election Commission) উপরই ছাড়ে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দেয় যে, কমিশন ১০৮টি পুরসভার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবে। রাজ্যের DG, IG-দের সঙ্গে আলোচনা করবে। কমিশন-ই সিদ্ধান্ত নেবে যে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না। এখন যদি কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন (Municipal Election 2022) হয়, তাহলে কোনও অশান্তি হলে দায়ী থাকবেন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে ১২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট।

সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের পরই গতকাল স্বরাষ্ট্রসচিব, রাজ্য় পুলিসের ডিজি ও এডিজি (আইনশৃঙ্খলা) সঙ্গে জরুরি বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। বৈঠকে নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দেন যে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে চান। প্রতিটি বুথে যেমন সশস্ত্র পুলিস থাকবে, তেমনই মানুষ যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও করতে চায় কমিশন। তবে রাজ্য সরকার যেহেতু পর্যাপ্ত বাহিনীর আশ্বাস দিয়েছে, সেক্ষেত্রে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিসেই কমিশন আস্থা রাখতে চলেছে বলে সূত্রের খবর। অতিরিক্ত আরও ৪ হাজার পুলিস মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন, Student Credit Card: ৫০ হাজারের বেশি পড়ুয়াকে ঋণ দিচ্ছে সরকার, 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' তুলে দেবেন মুখ্যমন্ত্রী

Anish Khan Death: 'নন্দীগ্রামে কেউ অ্যারেস্ট হয়েছে! সিবিআই সিবিআই করে পুলিসের মনবল ভাঙার চেষ্টা হচ্ছে': মমতা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.