Snake Bite: বেঁচে উঠবেন! ওঝার নিদানে যুবকের দেহ জলে ডুবিয়ে রাখলেন গ্রামবাসীরা
পুকুরে নামতেই সাপে ছোবল! মুখ থেকে তখন ফেনা বেরোচ্ছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের।
প্রসেনজিৎ মালাকার: সাপের কামড়ে মৃত্যু। সৎকার নয়, বরং ওঝার নিদানে দেহ ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে জলে ডুবিয়ে রাখলেন গ্রামের লোকেরা! শেষপর্যন্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় হাসপাতালে পাঠাল পুলিস। অভিযুক্ত ওঝা পলাতক। ঘটনাস্থল, বীরভূমের নানুর।
জানা গিয়েছে, মৃতের নাম সুজন থান্ডার। বাড়ি, নানুরের হোসেনপুর গ্রাম। গতকাল, বুধবার বিকেলে বাড়ির পাশেই পুকুরে স্নান করতে নেমেছিলেন তিনি। তখন পায়ে ছোবল মারে সাপ!কিন্তু যখন বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণে মুখ থেকে ফেনা বেরোতে শুরু করেছে। এরপর তড়িঘড়ি ওই যুবককে নিয়ে হাসপাতালে উদ্দেশ্যে রওনা হন পরিবারের লোকেরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।
আরও পড়ুন: Nadia Teen Couple Suicide: প্রেম মানেনি পরিবার, পুজোর আগেই এক দড়িতে আত্মঘাতী কিশোর-কিশোরী
তারপর? গ্রামবাসীরা পরিবারের লোককে বলেন, ওঝা কাছে নিয়ে গেলে নাকি বেঁচে যেতে পারেন সুজন! বর্ধমান থেকে চন্দ্রমোহন দাস নামে এক ওঝাকে ডেকে পাঠানো হয়। শুধু তাই নয়, ওঝার কথামতো বাড়ির পাশে গর্ত খুঁজ়ে পুকুর তৈরি করা হয়। সেই পুকুরে মাথাটি উপরে রেখে গোটা শরীর ডুবিয়ে রাখা হয়! এভাবেই কেটে যায় ১৫ ঘণ্টারও বেশি সময়! ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। অভিযোগ, পুলিসের কাজে বাঁধা দেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, ওঝাকে পালিয়ে যেতে সাহায্য করেন! কোনওরকমে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
এদিকে পূর্ব বর্ধমানে কালনায়ও সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। মৃতের নাম বিশু মুর্মু। বাড়ি, মন্তেশ্বরের মাঝের গ্রামে। স্থানীয় বাসিন্দারা জনিয়েছেন, ইঁদুর শিকার করার শখ ছিল বিশুর। এদিন কিছুটা মাটি খুঁড়ে গর্তে হাত ঢোকাতেই ছোবল দেয় সাপ! কিন্তু প্রথমে ভেবেছিলেন, ইঁদুর কামড়েছে। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন বিশু। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।