বাজ পড়ে বিকল সার্ভার, সপ্তাহ ধরে বন্ধ পোস্ট অফিসে নাকাল গ্রাহকরা
সাত দিন ধরে বন্ধ পোস্ট অফিসের যাবতীয় পরিষেবা। বিকল হয়ে পড়ে রয়েছে অনলাইন প্রযুক্তি। তাতেও হুঁশ ফেরেনি বোলপুর পোস্ট অফিস কর্তৃপক্ষের। পরিষেবা না মেলায় ক্ষোভ উগরে দিয়েছেন গ্রাহকরা।
ওয়েব ডেস্ক : সাত দিন ধরে বন্ধ পোস্ট অফিসের যাবতীয় পরিষেবা। বিকল হয়ে পড়ে রয়েছে অনলাইন প্রযুক্তি। তাতেও হুঁশ ফেরেনি বোলপুর পোস্ট অফিস কর্তৃপক্ষের। পরিষেবা না মেলায় ক্ষোভ উগরে দিয়েছেন গ্রাহকরা।
বোলপুর পোস্ট অফিসে গত শনিবার থেকে অনলাইন পরিষেবা বিকল। বাজ পড়ে সার্ভারের পয়েন্ট নষ্ট হয়ে যায়। একসপ্তাহ হয়ে গেল পরিষেবা বন্ধ। গ্রাহকরা টাকা তুলতেও পারছেন না, জমা করতেও পারছেন না। চরম ভোগান্তি। গ্রাহকদের অভিযোগ, একসপ্তাহ কেটে গেলেও পরিষেবা ঠিক করার কোনও উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ।
যদিও কর্তৃপক্ষের দাবি, পরিষেবা ঠিক করার বিষয়ে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। দ্রতই স্বাভাবিক হবে পরিষেবা। গ্রাহকদের প্রশ্ন একটাই? ডাক বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবা এক সপ্তাহ ধরে বিকল হয়ে পড়ে থাকল, তারপরেও কেন টনক নড়ল না কর্তৃপক্ষের। অন লাইন পরিষেবা স্বাভাবিক করতে কেন এই গড়িমসি তা নিয়েও প্রশ্ন তুলছেন গ্রাহকরা।