প্রাইমারি স্কুলের পিছনেই বোমা উদ্ধার

এদিন ওকরাবাড়ির মহেশ্বর প্রাথমিক বিদ্যালয় চত্বরে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। পড়ুয়াদের স্কুলে যেতে বাধা দেন অভিভাবকরা। খবর পৌঁছয় দিনহাটা থানায়।

Updated By: Feb 22, 2019, 07:49 AM IST
প্রাইমারি স্কুলের পিছনেই বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদন:  স্কুল চত্বর থেকেই উদ্ধার তাজা বোমা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ওকরাবাড়ি এলাকায়।

আরও পড়ুন: পুলওয়ামার ঘটনা ফোনে জানার পর সেদিন কোনও খাবার মুখে তোলেননি প্রধানমন্ত্রী!

এদিন ওকরাবাড়ির মহেশ্বর প্রাথমিক বিদ্যালয় চত্বরে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। পড়ুয়াদের স্কুলে যেতে বাধা দেন অভিভাবকরা। খবর পৌঁছয় দিনহাটা থানায়।

পুলিস গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বম্ব স্কোয়াডের সদস্যরা গিয়ে বোমাগুলি উদ্ধার করে পাশের পুকুরে নিষ্ক্রিয় করে। স্থানীয়দের অভিযোগ,  শাসকদলের গোষ্ঠীকোন্দলে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গ্রামে বোমাবাজি হয়। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে মনে করছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: "পুলওয়ামায় জঙ্গিহানার সময় সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী"

এদিকে, স্কুল চত্বরে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা। নিজেদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তাঁরা। ওই স্কুলের পিছনে দুষ্কৃতীদের আখড়া বসছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস।  ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।

 

.