Birbhum: ঢেঁড়া পিটিয়ে BJP কর্মী খুনে অভিযুক্তদের বাড়িতে নোটিস ঝোলাল CBI
বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন কামারপাড়ায় খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার।
নিজস্ব প্রতিবেদন : বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় ঢেঁড়া পিটিয়ে অভিযুক্তদের বাড়িতে বাড়িতে নোটিস ঝোলাল CBI। পলাতক অভিযুক্তদের খোঁজে আজ বীরভূমের ইলামবাজারের কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে তৃণমূল কার্যালয়, অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে নোটিস ঝোলান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন কামারপাড়ায় খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরবর্তীতে মৃত বিজেপি কর্মীর বাবা ইলামবাজার থানায় ২৪ জনের নামে অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তভার পরে সিবিআই-এর হাতে আসে। খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ৩ অভিযুক্ত। ওদিকে আত্মসমর্পণ করেছেন ৪ জন। তবে বাকি অভিযুক্তরা এখনও পলাতক।
সেই পলাতকদের খোঁজেই আজ ঢেঁড়া পিটিয়ে বিজ্ঞপ্তি ঝোলালেন তদন্তকারী অফিসাররা। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের। নাহলে তাদের সম্পত্তি ও বাড়িঘর বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুুন, Daspur: মর্মান্তিক! মায়ের নজর এড়িয়ে রাস্তা পারের চেষ্টা, নাবালককে পিষে দিল বাস