Bhatpara: যত কাণ্ড ভাটপাড়ায়! পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি
টনাস্থলে ভাটপাড়া থানার পুলিস। সূত্রের খবর, টেন্ডার, নতুন কর্মী নিয়োগ এবং কর্মী ছাঁটাই নিয়ে বিবাদের সূত্রপাত।
বরুণ সেনগুপ্ত: ভাটপাড়া পুরসভায় বেনজির ঘটনা। বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি, ধ্বস্তাধ্বস্তি। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিস। সূত্রের খবর, টেন্ডার, নতুন কর্মী নিয়োগ এবং কর্মী ছাঁটাই নিয়ে বিবাদের সূত্রপাত।
জানা গিয়েছে, দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়ের সঙ্গে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুন সাউয়ের বিবাদ দিয়ে ঘটনার সূত্রপাত। এরপর উত্তেজনা ঠেকাতে ছুটে যায় পুলিস। ভাটপাড়া পুরসভায় কাউন্সিলরদের মধ্যে এই হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনা এড়িয়ে যান ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং অন্য কাউন্সিলররা। পুরো ঘটনাই অস্বীকার করেন কাউন্সিলররা। বরং কীভাবে ছবি বাইরে বাইরে এল, সেই নিয়ে তাঁরা বেশি ভাবিত।
তবে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ স্বীকার করেন, যে ছবি দেখা যাচ্ছে তা, বোর্ড মিটিংয়ের ঘটনা। তাঁর সাফাই কাউন্সিলরদের মধ্যে সামান্য বাক্য বিনিময় হয়েছে। ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, এই রকম ঘটনা যদি আবার ঘটে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।