অমিতাভ মালিক হত্যাকাণ্ডে চার্জশিট পেশ সিআইডির, নাম নেই গুরুংয়ের
সাব ইনসপেক্টর অমিতাভ মালিককে হত্যার ঘটনায় চার্জশিট পেশ করল সিআইডি। তবে এই চার্জশিটে নাম নেই বিমল গুরুংয়েরই।
নিজস্ব প্রতিবেদন : সাব ইনসপেক্টর অমিতাভ মালিককে হত্যার ঘটনায় চার্জশিট পেশ করল সিআইডি। তবে এই চার্জশিটে নাম নেই বিমল গুরুংয়েরই।
অমিতাভ মালিক হত্যাকাণ্ডে দার্জিলিং সিজেএম আদালতে বৃহস্পতিবার চার্জশিট পেশ করে সিআইডি। দেখা যায়, চার্জশিটে বিমল গুরুংয়ের নামই নেই। গুরুং ঘনিষ্ঠ ধৃত চারজনের নামে এই চার্জশিট দাখিল করা হয়েছে। প্রসঙ্গত, অমিভাভ মালিক হত্যাকাণ্ডের ঘটনায় বিমল গুরুং-সহ মোট ২৩ জনের নামে এফআইআর দায়ের হয়।
আরও পড়ুন, বিজেপিই দুশমন নাম্বার ওয়ান, মুখ খুলে পরিস্থিতি সামলানোর চেষ্টা সূর্যর
গুরুংকে ধরতে ১৩ অক্টোবর পাতলেবাসের কাছে নিম্বু বস্তিতে অভিযানে গিয়েছিলেন এসআই অমিতাভ মালিক। দু'পক্ষের গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দার্জিলিং থানার সাব ইনসপেক্টর অমিতাভ মালিকের। এরপরই খুনের মামলা রুজু হয় বিমল গুরুংয়ের বিরুদ্ধে।