বদনাম ছড়াতেই দিলীপ ঘোষের কাছে যেতে চান নেত্রী! দলের রাজ্য সভাপতির সামনেই চুলোচুলি মহিলা কর্মীদের
তৃণমূলের ইন্ধনেই সভা ভণ্ডুল করতে ও বদনাম করতে ওই মহিলা গণ্ডগোল পাকিয়েছে বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: সভা শেষে ভিড় ঠেলে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পৌঁছতে চেয়েছিলেন এক মহিলা। আর তাঁকে বাধা দিয়েছিলেন অন্যান্য মহিলা কর্মীরা। তাতেই বেঁধে গেল ধুন্ধুমার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই হাতহাতিতে জড়িয়ে পড়লেন মহিলী কর্মীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর ২৪ পরগনার বসিরহাটের চৌমাথায়।
সোমবার বসিরহাটে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচি বৈঠক ছিল। বৈঠক শেষে গাড়িতে উঠছিলেন দিলীপ ঘোষ। অভিযোগ, সেসময় বাসন্তী ঘোষ নামে হাড়োয়ার এক প্রাক্তন বিজেপি নেত্রী ভিড় ঠেলে দিলীপ ঘোষের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন।
TikTok-এ শুট করতে মগ্ন, পুরুলিয়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ছাত্রের
তখনই সভায় উপস্থিত অন্যান্য মহিলা কর্মীরা তাঁকে বাধা দেন। তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। দিলীপ ঘোষের সামনেই রীতিমতো চুলোচুলি শুরু হয়ে যায়। চুলের মুঠি ধরে বিজেপিনেত্রীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।
পরে অবশ্য জানা যায় আসল কারণ। বিজেপির বসিরহাট জেলা সাংগঠনিক সম্পাদক দুলাল রায়ের অভিযোগ, বাসন্তী ঘোষ নামে ওই মহিলা সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের ইন্ধনেই সভা ভণ্ডুল করতে ও বদনাম করতে ওই মহিলা গণ্ডগোল পাকিয়েছে বলে অভিযোগ।