তৃণমূল-নির্দল সংঘর্ষ, উত্তপ্ত গুমা
বৃহস্পতিবার দুপুরে গুমার দক্ষিণসরাই এলাকায় একটি মিছিল করে তৃণমূল।
![তৃণমূল-নির্দল সংঘর্ষ, উত্তপ্ত গুমা তৃণমূল-নির্দল সংঘর্ষ, উত্তপ্ত গুমা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/29/126295-guma.jpg)
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল ও নির্দলের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার গুমা। সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের মোট ৪ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গুমার দক্ষিণসরাই এলাকায় একটি মিছিল করে তৃণমূল। অভিযোগ, মিছিলে নির্দল কর্মী সমর্থকরা একটি গাড়ি ঢুকিয়ে বাধা সৃষ্টি করে। তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। বাঁশ, লাঠি নিয়ে চলে হামলা।
আরও পড়ুন: মামীর সঙ্গে এক বিছানায় স্বামী, এরপর স্ত্রী যা করলেন, তার ফল মিলল বৃহ্স্পতিবার দুপুর দেড়টায়
সংঘর্ষে আহত হন দুপক্ষের সমর্থকই। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর দুপক্ষই হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে। সংঘর্ষের পর থমথমে এলাকা।