Mamata Banerjee: 'ফেরীঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি', নৈহাটি-জয়ের পর ঘোষণা মমতার!
Mamata Banerjee: নৈহাটির 'বড়মা' খুবই জাগ্রত। ভক্তদের বিশ্বাস, মা কাউকে খালি হাতে ফেরান না। সকলের মনস্কামনা পূরণ করেন। আগে কালীপুজোর দিন রাস্তায় প্যান্ডেল করে পুজো হত। এখন মন্দিরে বারো মাসই পুজো পান 'বড়মা'। 'বড়মা'র মন্দির লোক মারফত্ বহুবার পুজো পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার নিজে মন্দিরে এসে পুজো দিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নৈহাটি তৃণমূলেরই! উপনির্বাচনে জয়ের পর এবার বড়মা কালীমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ঘোষণা, 'ফেরীঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিস ফাঁড়ি হবে। একটা হাইমাস্ট লাইট হবে। বড়মার যে ঘাটটি দিয়ে সকলে পারপার করে, আমি এমপি ল্যাড থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব, যাতে ঘাটটার উন্নয়ন হয়'।
আরও পড়ুন: Dakshin Dinajpur: ভারত-বাংলাদেশ সীমান্তে সারি সারি দাঁড়িয়ে লরি, প্রায় ৯ কোটি টাকা ক্ষতি দু'দিনে!
নৈহাটির 'বড়মা' খুবই জাগ্রত। ভক্তদের বিশ্বাস, মা কাউকে খালি হাতে ফেরান না। সকলের মনস্কামনা পূরণ করেন। আগে কালীপুজোর দিন রাস্তায় প্যান্ডেল করে পুজো হত। এখন মন্দিরে বারো মাসই পুজো পান 'বড়মা'। 'বড়মা'র মন্দির লোক মারফত্ বহুবার পুজো পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার নিজে মন্দিরে এসে পুজো দিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'আমার বাড়িতে কালীপুজো হয়। তাই সেসময়ে আসতে না পারলেও... আমি সব সময় বলি দেব-দেবতারা যখন আমায় ডাকে, তখন আমি যাই, হয়ে যায়। নির্বাচনের সময়ে আসতে পারিনি। উপনির্বাচন সাধারণত আমি করি না। আমি এখনকার মানুষের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বড়মার এখানে আসতাম। আমি অপেক্ষা করছিলাম। কারণ, ভোটের মধ্যে এলে আবার জনসভা করতে হত। আজ আসার সুয়োগ হল। আজকে মঙ্গলবারও আছে। শনি মঙ্গলবারটা মায়ের দিন'।
একুশের বিধানসভা নির্বাচনে নৈহাটি থেকে জিতেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। কিন্তু চব্বিশে লোকসভা ভোটে বিজেপির অর্জুন সিং-কে হারিয়ে এখন তিনি ব্যারাকপুরের সাংসদ। উপনির্বাচনে জিতে এবার নৈহাটির বিধায়ক হয়েছেন তৃণমূলেরই সনত্ দে। মুখ্যমন্ত্রী বলেন, 'পার্থ এমপি হওয়ার একটা কাজ করছে। আমাকে বলেছে, দুটি OPD তৈরির করার জন্য ভাটপাড়া ও নৈহাটিতে। ও এমপি ল্যাড থেকে ২ কোটি ২ কোটি চার কোটি দিচ্ছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)