ছাত্ররা অপেক্ষায়, শিক্ষকদের দেখা নেই! ধুঁকছে পশ্চিম মেদিনীপুরের সরকারি স্কুল

স্কুল পরিদর্শক কৌশিকবাবু এদিন বলেন, "আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে এই বিষয়টি জানাব। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যাবে না।"

Updated By: Aug 30, 2019, 05:39 PM IST
ছাত্ররা অপেক্ষায়, শিক্ষকদের দেখা নেই! ধুঁকছে পশ্চিম মেদিনীপুরের সরকারি স্কুল

নিজস্ব প্রতিবেদন: ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। বাইরে ভিড় করেছে ছাত্ররা অথচ তখনও তালাই খোলা হয়নি স্কুলের। সময় পেরিয়ে যাওয়ার পরও দেখা নেই  কর্তৃপক্ষের। ছবিটা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মানিককুন্ডু রাজ রাজেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের। 

স্কুল রয়েছে, ছাত্রও হাজির, শুধু দেখা নেই শিক্ষকদের। সরকারি নির্দেশিকা তোয়াক্কা না করেই মর্জি মত আসছেন স্কুলের শিক্ষকেরা। আবার বেরিয়েও যাচ্ছেন সময়ের আগেই। এভাবেই দিনের পর দিন চলছে রাজ রাজেশ্বর প্রাথমিক বিদ্যালয়। 

স্কুলে ছাত্র সংখ্যা ২০৮ তবে শিক্ষক রয়েছেন মাত্র ৫ জন। অভিযোগ, ঠিক মতো পড়াশোনা তো দূর। কোনও  কোনও কাজই নিয়ম মেনে হয়না সেই স্কুলে। এ বিষয়ে প্রধান শিক্ষকের পাল্টা সাফাই, বিশেষ কাজ থাকায় এ দিন একটু দেরি হয়ে গিয়েছে। অন্য শিক্ষকদেরাও একে একে বিভিন্ন সাফাই-ই দিলেন এদিন, কেউ বললেন গাড়ির তেল শেষ হয়ে গেছে, তো কেউ রাস্তার দোহাই দিলেন। 

আরও পড়ুন: বিধানসভায় পাস হল গণপিটুনি প্রতিরোধ বিল, বাংলায় 'নবজাগরণের' ডাক মমতার

অন্যদিকে, এই খবর প্রকাশিত হওয়া মাত্রই তড়িঘড়ি বিদ্যালয়ে উপস্থিত হন পরিদর্শক। আসেন পঞ্চায়েত সমিতির সভাপতিও। স্কুল পরিদর্শক কৌশিকবাবু এদিন বলেন, "আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে এই বিষয়টি জানাব। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যাবে না।"

.