বাংলায় ১ দিনে করোনা সংক্রমিত ৩,১৯০ জন; আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৪১,০৫৯
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। এ নিয়ে রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মোট ৪,৬৬৫ জন।
নিজস্ব প্রতিবেদন: করোনার কামড়ে কার্যত ত্রস্ত বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩,১৯০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪১,০৫৯ জন। ২৫ সেপ্টেম্বরের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৩৭৪জন।
আরও পড়ুন: ইচ্ছে মতো লক্ষ টাকার বিল, কমিশনের দাওয়াইয়ে ফাঁপড়ে বেসরকারি হাসপাতাল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। এ নিয়ে রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মোট ৪,৬৬৫ জন। রাজ্যে সুস্থতার হার ৮৭.৫৪ শতাংশ। পাশাপাশি রাজ্যে একদিন করোনামুক্ত হয়েছেন ২,৯৭৪ জন। সরকারি পরিসংখ্যান বলছে রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২,১১,০২০ জন।
অন্যদিকে গত একদিনে একলাফে অনেকটাই বাড়ল কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি তথ্য অনুযায়ী, কলকাতায় একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ৬৯২। সবমিলিয়ে কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ৫৩,১৪৮ জন। পাশাপাশি পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর ২৪ পরগনাতেও। সেখানে গত ১ দিনে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। সেখানে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন মোট ৪৮,১৮৩ জন।