ভোটে মজে বাংলা; ফের মাথা তুলছে Coronavirus, একদিনে আক্রান্ত ২ হাজার ছুঁইছুঁই

গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের

Updated By: Apr 4, 2021, 11:20 PM IST
ভোটে মজে বাংলা; ফের মাথা তুলছে Coronavirus, একদিনে আক্রান্ত ২ হাজার ছুঁইছুঁই
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: গত একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩,২৪৯। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত ৮ রাজ্যের কথা বাদ দিলে ক্রমশ আশঙ্কা বাড়াছে পশ্চিমবঙ্গও। ভোটের আবহে গত ২৪ ঘণ্টায় রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ। একদিনে রাজ্যে আক্রান্ত হলেন ১,৯৫৭ জন। শনিবারের থেকে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ২০০।

আরও পড়ুন-বিজেপিকে পাল্টা চাপ, মমতার হয়ে প্রচারে মেগা তারকা 'বাংলার মেয়ে' জয়া

ভোটের(West Bengal Assembly Election 2021) প্রচার চলছে পুরোদমে। এরকম অবস্থায় আশঙ্কা বাড়াচ্ছে সংক্রমণের গতি। গত একদিনের হিসেব ধরলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা(Covid-19) আক্রান্ত হলেন ৫,৯৩,৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শিকার ৪ জন। এনিয়ে রাজ্যে করোনার প্রাণ হারালেন মোট ১০,৩৪৪ জন।

আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি রোগমুক্ত মানুষের সংখ্যা খুব একটা আশার আলো দেখাচ্ছে না। গত একদিনে রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৬৪৪ জন।  ছাড়া পাওয়ার হার ৯৬.৫৫ শতাংশ।

রাজ্যে করোনা সংক্রমণ ছড়ানোর শুরু থেকেই ভঙ্কর পরিস্থিতি ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনার। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় আক্রান্ত ১,৩৫,৬৩৭ জন। মৃত ৩,১৩০ জন।

আরও পড়ুন-দিদি যে শব্দ প্রয়োগ করেন, প্রধানমন্ত্রীও সেই ভাষায় কথা বললে ভালো হত কি?:Kailash

অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৪৬২ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১,২৭,৫৫৩ জন। মৃত ২, ৫৩৭ জনের।

.